সোনারপুরের প্রাক্তন বিধায়ক জীবন মুখোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নিজস্ব এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, সোনারপুরের প্রাক্তন বিধায়ক জীবন মুখোপাধ্যায় আমার সহযোদ্ধা ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে আমি গভীর শোকাহত।

মুখ্যমন্ত্রী আরও লেখেন, জীবন মুখোপাধ্যায় শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, একজন স্বনামধন্য অধ্যাপক এবং পাঠ্য বইয়ের লেখক ছিলেন। তিনি শিক্ষা জগতের একজন জনপ্রিয় মানুষ। দৃঢ়তার সঙ্গে সারা জীবন কাজ করে গিয়েছেন। একজন সুদক্ষ সমাজকর্মী ছিলেন জীবন মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করে লেখেন, আমি আমার সহযোদ্ধাকে হারলাম। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুগামীদের প্রতি আমার সমবেদনা।

এদিন বিশিষ্ট রাজনীতিবিদ প্রাক্তন বিধায়ক অধ্যাপক জীবন মুখোপাধ্যায়ের প্রয়াণ ঘটে। তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১১ ও ২০১৬ সালে তিনি পরপর দু’বার বিধায়ক নির্বাচিত হন।

আরও পড়ুন- বাঘের গর্জনে ঘুম উড়ল কুলতলির, ১৭ জনের বিশেষজ্ঞ টিম পাঠালো বনদফতর

–
—

–

—

–

—


–

—

–
