Wednesday, November 5, 2025

পাসপোর্ট-কাণ্ডের তদন্তে নয়া মোড়, গ্রেফতার ট্রাফিক পুলিশের অস্থায়ী হোমগার্ড

Date:

Share post:

পাসপোর্ট জালিয়াতির তদন্তে নয়া মোড়। এবার গ্রেফতার ট্রাফিক পুলিশের অস্থায়ী হোমগার্ড।ওই ব্যক্তির নাম ইমরান। তাকে গ্রেফতার করেছে চন্দননগর কমিশনারেটের ভদ্রেশ্বর থানার পুলিশ।জানা গিয়েছে, ধৃত ব্যক্তি টাকার বিনিময়ে ভুয়ো নথিকে আসল বলে ভেরিফাই করানোর ব্যবস্থা করত। এই তদন্তে বিভিন্ন থানার অস্থায়ী কর্মীদের কার্যকলাপ তদন্ত করে দেখছে পুলিশ।

দিন কয়েক আগেই বাংলাদেশি নাগরিকদের ভারতীয় পাসপোর্ট তৈরি করে দেওয়ার চক্রের সন্ধান পায় পুলিশ। তদন্তে নেমে বৃহস্পতিবার মোহন শাহ, বিশ্বজিৎ ঘোষ ও ইমরান নামে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের দাবি, ধৃতরা মোটা টাকার বিনিময়ে ভুয়ো নথিকে আসল নথি বলে ভেরিফাই করানোর ব্যবস্থা করে দিত। একই আধার কার্ড ব্যবহার করে একাধিক নথি ভেরিফিকেশনের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

তদন্তকারীদের আরও দাবি, বহু থানাতেই পাসপোর্টের জন্য নথি পরীক্ষা করার কাজ SI বা ASI-রা করতেন না। তাদের কাজটি করতেন অস্থায়ী কর্মীরা। স্থায়ী পুলিশকর্মীরা সই করে দিতেন মাত্র। সেই সুযোগে ভুয়ো নথি দেখিয়ে বহু পাসপোর্ট তৈরি হয়ে যেত।ওয়াকিবহালমহলের মতে, বাংলাদেশিরা ভারতীয় পাসপোর্ট পেয়ে গেলে ভবিষ্যতে তার পরিণতি ভয়ানক হওয়ার সম্ভাবনা। কারণ, সেই পাসপোর্ট দেখিয়ে যখন খুশি বিশ্বের যে কোনও দেশে জঙ্গি প্রশিক্ষণ নিতে চলে যেতে পারবে তারা।শুধুমাত্র তাই নয়, ভারতীয় পাসপোর্টধারী হিসাবে অন্য দেশে গিয়ে কোনও নাশকতা করলে তার দায় এড়াতে পারবে না ভারত।

অবৈধভাবে যেসব বাংলাদেশি নাগরিক বা অনুপ্রবেশকারীরা ভারতে আসত এবং পাসপোর্টের জন্য আবেদন করত তারা সহজেই এই চক্রকে টাকা দিয়ে পাসপোর্ট পেয়ে যেত। অর্থের প্রলোভনে পা দিয়ে এই জালিয়াতি করে চলেছিলেন তারা।

spot_img

Related articles

অনলাইন গেমিং বাতিল কেন, কেন্দ্রের হলফনামা চায় সুপ্রিম কোর্ট 

অনলাইনে কোনও টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদি কেউ টাকা রোজগার করতে পারে তাহলে সেটাকে কেন জুয়া হিসেবে...

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...