Thursday, November 13, 2025

কলকাতা-বিহার পুলিশের যৌথ তল্লাশিতে সাফল্য, মধুবনিতে গাড়ির যন্ত্রাংশ তৈরির আড়ালে অস্ত্র কারখানার হদিস

Date:

Share post:

কলকাতা পুলিশের এসটিএফ (STF) ও বিহার (Bihar) পুলিশের যৌথ তল্লাশিতে মধুবনিতে মিলল অস্ত্র কারখানার হদিস। বিশেষ সূত্রে খবর পেয়ে মধুবনির খুটৌনায় একটি দোকানে তল্লাশি চালিয়ে ওই কারখানার হদিস পাওয়া যায়। গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানার আড়ালে চলছিল অস্ত্র তৈরি। ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বহু অস্ত্র ও যন্ত্রাংশ বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ (Police) সূত্রে খবর, আগে থেকে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে খুটৌনা বাজারে ‘কিষাণ অটো পার্টস’ নামে একটি দোকানে যৌথ তল্লাশি চালায় কলকাতার (Kolkata) এসটিএফ ও বিহার পুলিশের একটি দল। হানা দিয়ে তাজ্জব পুলিশ (Police)। গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানার আড়ালে চলছে অস্ত্র কারখানা। এই ঘটনায় ইশতেয়াক আলম, তাঁর ভাই ইফতেকার আলম ও তাঁদের সহযোগী রাজকুমার চৌধুরী ওরফে বিরজুকে গ্রেফতার করে পুলিশ। ইফতেকারই ওই দোকানের মালিক। অস্ত্র তৈরিতে পারদর্শী বিহারের মুঙ্গেরের বাসিন্দা বিরজুকে দলে নেন তাঁরা। তাঁর নির্দেশেই চলত অস্ত্রের কারখানা। ইফতেকার ও তাঁর ভাই মধুবনিরই বাসিন্দা। কারখানার থেকে ২৪টি ৭ এমএম পিস্তল, ২৪টি ৭ এমএম পিস্তল ব্যারেল, তিনটি ৭ এমএম পিস্তল স্লাইডার, একটি যন্ত্র, একটি মাইলিং যন্ত্র, ২টি ড্রিলিং যন্ত্র, একটি পেষাই করার যন্ত্র, একটি ঢালাইয়ের যন্ত্র এবং কাঁচামাল বাজেয়াপ্ত করেছে পুলিশ।

এলাকার আরও একটি বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু অস্ত্র ও যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। বাড়ির মালিক রাজুকুমার শাহকেও গ্রেফতার করেছে পুলিশ। খুটৌনা থানায় ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলায় দায়ের হয়েছে।

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...