সেবার লক্ষ্য নিয়ে স্বাস্থ্য শিবির কর্মসূচি শুরু করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গত ১০ দিনে ‘সেবাশ্রয়’ (Sebashray) থেকে প্রায় ২ লক্ষ ৪০ হাজারের বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছেন বলে নিজের এক্স হ্যান্ডেলে জানালেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ জানালেন শিবিরের সঙ্গে যুক্ত চিকিৎসক, স্বেচ্ছাসেবকদের।
আরও খবর: নিষিদ্ধ সংস্থার সব ওষুধ ব্যবহারে নিষেধাজ্ঞা: নির্দেশিকা রাজ্যের

নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) অভিষেক (Abhishek Banerjee) লেখেন, “সেবাশ্রয় নজির স্থাপন করেছে! মাত্র ১০ দিনে প্রায় ২,৭৬,২২৯ বেশি মানুষ পরিষেবা পেয়েছেন! আজ ৮৪,১৩৯ জন রোগীর পরিষেবা নিতে আসা এক অবিশ্বাস্য উদ্যোগের অসাধারণ প্রভাবের একটি প্রমাণ। চিকিৎসা ক্ষেত্রের প্রত্যেক সদস্য এবং স্বেচ্ছাসেবকদের নিরলস প্রচেষ্টার জন্যই সম্ভব হয়েছে। তাঁদের ধন্যবাদ।“ গত ২ জানুয়ারি ডায়মন্ড হারবারে বিনামূল্যে ‘সেবাশ্রয়’-এর সূচনা করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

SEBAASHRAY sets a NEW BENCHMARK! Over 2.4 LAKH (2,40,000) people served from a single AC in just 10 days!
Today’s footfall of 52,150 patients (as of 3:30 PM) is yet another testament to the tremendous impact of this incredible initiative.
Kudos to the relentless efforts of… pic.twitter.com/Vo1UKt52sH
— Abhishek Banerjee (@abhishekaitc) January 11, 2025
–

–

–

–

–

–

–

–
