Tuesday, January 20, 2026

চারদিন চলবে না ট্রেন! শিয়ালদহ-ডানকুনি শাখায় চূড়ান্ত ভোগান্তির আশঙ্কা

Date:

Share post:

হাওড়ার পর এবার শিয়ালদহ ডানকুনি শাখাতেও (Sealdah Dankuni division) ট্রেন ভোগান্তির আশঙ্কা। প্রায় ১০০ ঘণ্টা বন্ধ হবে রেল চলাচল। সাড়ে ৯ দশক পুরনো বালিঘাট ও বালিহল্টের মাঝের ব্রিজের সংস্কার কাজের জন্যই এমন সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। আগামী ২৩ জানুয়ারি সকাল থেকে ২৭ জানুয়ারি সকাল পর্যন্ত শিয়ালদহ ডানকুনি রুটে কোনও ট্রেন চলবে না। চূড়ান্ত যাত্রী ভোগান্তির আশঙ্কা।

শিয়ালদহের DRM দীপক নিগম জানিয়েছেন সংস্কার কাজের জন্য, ৪০টি লোকাল ট্রেনের পাশাপাশি বারোটি দূরপাল্লার ট্রেনও বাতিল করা হচ্ছে। রাজধানী, দুরন্ত এক্সপ্রেস-সহ ১৬ জোড়া মেল, এক্সপ্রেস নৈহাটি হয়ে ঘুরপথে যাতায়াত করবে। চার দিন ধরে রেলের কাজ চলার কারণে বাতিল থাকবে কলকাতা-পাটনা গরিব রথ এক্সপ্রেস, শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস, ডিব্রুগড়-কলকাতা এক্সপ্রেস, তেভাগা এক্সপ্রেস, কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস, কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস, শিয়ালদহ-জঙ্গীপুর এবং শিয়ালদহ-ইন্টারসিটি এক্সপ্রেস- সহ একাধিক ট্রেন।

১৯৩১ সালে শিয়ালদহ থেকে ১৬ কিলোমিটার ও ডানকুনি থেকে ছ’কিলোমিটার পূর্বে এই ব্রিজটি নির্মাণ হয়েছিল। ৯৪ বছরের প্রাচীন এই ব্রিজের মেরামতির জন্য সম্পূর্ণ পাওয়ার ব্লক করে কাজ চলবে। স্টিল গার্ডার-সহ একাধিক পরিবর্তন এনে সেটিকে ‘রিইনফোর্স কংক্রিট’ ব্রিজে রূপান্তরিত করা হবে। বালিঘাট এবং বালি হল্ট স্টেশনের মাঝখানে সেতুতে ব্যালাস্ট লাইন বসানোর কাজ হবে। যার জেরে বেশ কিছু এক্সপ্রেস ট্রেনকে ডানকুনির বদলে দমদম-নৈহাটি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। সিনিয়র ডিওএম পঙ্কজ যাদব জানান, ব্রিটিশ আমলের স্টিল গার্ডার সরিয়ে আধুনিক প্রযুক্তির মাধ‌্যমে সেখানে কংক্রিটের উপর রেলের ট্র্যাক বসানো হবে। অতএব আগামী ২৩ জানুয়ারি থেকে চারদিন হাওড়া কর্ড ও মেন শাখার যাত্রীরা ট্রেনে সরাসরি শিয়ালদহে আসতে পারবেন না। নিত‌্যযাত্রীদের হাওড়া বা নৈহাটি হয়ে আসতে হবে।

spot_img

Related articles

ভোটার তালিকা সংশোধনে কড়া নজরদারি, মঙ্গলবার থেকেই রাজ্যে ৪ স্পেশাল অবজার্ভার

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে আরও সক্রিয় হলো নির্বাচন কমিশন। সোমবার দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তলবে...

আধুনিক হচ্ছে ব্যারাকপুর পুলিশ অ্যাকাডেমি! বসছে সিসিটিভি ও আধুনিক অগ্নি-নির্বাপণ ব্যবস্থা

রাজ্যের পুলিশ প্রশিক্ষণের অন্যতম প্রধান কেন্দ্র ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ অ্যাকাডেমির ফরেনসিক ও সাইবার ফরেনসিক ল্যাবরেটরির নিরাপত্তা...

রোজ ভ্যালির টাকা ফেরত শুরু, তিন দফায় প্রায় ২৯ কোটি টাকা পাচ্ছেন আমানতকারীরা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রোজ ভ্যালি কাণ্ডে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া গতি পেল। রোজ ভ্যালি অ্যাসেটস ডিসপোজাল...

সুপ্রিম রায়ের পরেই পদক্ষেপ! ১০ প্রতিনিধি নিয়ে সিইও মনোজ আগরওয়ালের সময় চাইলেন অভিষেক

'সুপ্রিম' নির্দেশের পরেই অ্যাকশন! এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়ালের সঙ্গে সাক্ষাতের আবেদন জানালেন তৃণমূলের সর্বভারতীয়...