Saturday, November 8, 2025

খারাপ ফর্ম কাটাতে ঘোরোয়া ক্রিকেটে ফিরলেন রোহিত

Date:

Share post:

খারাপ ফর্ম কাটিয়ে উঠতে ফের ঘোরোয়া ক্রিকেটে ফিরলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে ব্যর্থ থাকেন হিটম্যান। শেষ রান না পাওয়ায় শেষ থেকে সড়ে দাঁড়ান তিনি। সিরিজ হাতছাড়া হয় ভারতের। আর এরপরই টিম ইন্ডিয়ার সিনিয়র ক্রিকেটারদের উদ্দেশে হুঁশিয়ারি দেন গৌতম গম্ভীর। দলের সিনিয়র ক্রিকেটারদের নিয়মিত ঘরোয়া ক্রিকেটে খেলতে বলেন দলের হেড কোচ। আর সেই মত এদিন মুম্বইয়ের রঞ্জি দলের অনুশীলনে যোগ দেন রোহিত। তবে রঞ্জিতে ভারত অধিনায়ক খেলবেন কি না তা এখনও নিশ্চিত নয়।

এদিন সকাল থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হয় মুম্বই দলের রঞ্জির অনুশীলন । সেখানে যোগ দেন রোহিত। মুম্বই দলের সঙ্গে অনুশীলন করেন তিনি। রঞ্জিতে পরবর্তী ম্যাচে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে খেলবে মুম্বই। ২৩ জানুয়ারি মুম্বইয়ের ম্যাচ। তারপরের ম্যাচ ৩০ জানুয়ারি মেঘালয়ের বিরুদ্ধে। অন্যদিকে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ৬ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু। আর সূত্রের খবর, সেখানে ‘বিশ্রাম’ নিতে পারেন রোহিত।

রোহিতের সাম্প্রতিক পারফরম্যান্স হতাশাজনক। অস্ট্রেলিয়া সফরে তিনি মাত্র ৩১ রান করেন । এর আগে বাংলাদেশের বিরুদ্ধে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলা দশ ইনিংসে তার গড় ছিল মাত্র ১৩.৩০।

সম্প্রতি বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া হওয়ার পর কড়া বার্তা দেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর। তিনি বলেন, “আমি সব সময় চাই সবাই ঘরোয়া ক্রিকেটে খেলুক। ঘরোয়া ক্রিকেটকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। স্রেফ একটা ম্যাচ নয়। যারা আরও বেশি খেলতে পারবে এবং যাদের লাল বলের ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা রয়েছে তাদের সকলের খেলা উচিত। যদি আপনি ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব না দেন, তাহলে টেস্ট ক্রিকেটে খেলার মতো ক্রিকেটার খুঁজে পাবেন না।“

আরও পড়ুন- কাম্বলির ভিডিও দেখে আবেগতাড়িত সিন্ধু, দিলেন বিশেষ বার্তা

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...