গুড়াপের শিশু ধর্ষণ-খুনের ৫৪ দিনের মাথায় দোষীর ফাঁসির সাজায় জেলা পুলিশ প্রশাসনের ভূয়সী প্রশংসা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের নাম না করে নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) অভিষেক লেখেন, অন্যরা যখন নারী সুরক্ষায় ফাঁকা বুলি আওড়ায়, তখন বাংলা মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধে জিরো টলারেন্স দেখায়।

জেলা পুলিশের তদন্তে হুগলির গুড়াপে শিশু কন্যার ধর্ষণ-খুন কাণ্ডে অভিযুক্ত অশোক সিং-কে ৫২ দিনের মাথায় দোষী সাব্যস্ত করেছিল চুঁচুড়ার পকসো (POCSO) আদালত। ৫৪ দিনের মাথায় তাঁর মৃত্যদণ্ড দেওয়া হয়। এই ঘটনার পরেই নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন,
“বাংলায় কোনও আপোষ ছাড়া দ্রুত সিদ্ধান্ত, ন্যায়বিচার হয়। আজ, হুগলি POCSO আদালত গুরাপের একটি নাবালিকাকে জঘন্য ধর্ষণ ও খুনে অপরাধীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে।“

In Bengal, JUSTICE is delivered SWIFTLY, DECISIVELY and UNCOMPROMISINGLY.
Today, the Hooghly POCSO Court pronounced the death sentence for the perpetrator responsible for the heinous rape and murder of a minor girl from Gurap. I congratulate the Hooghly Rural District Police…
— Abhishek Banerjee (@abhishekaitc) January 17, 2025
জেলা পুলিশের প্রশংসা করে অভিষেক (Abhishek Banerjee) লেখেন, “আমি কমনাশিস সেনের নেতৃত্বে হুগলি গ্রামীণ জেলাপুলিশকে অভিনন্দন জানাই। তাঁদের পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্যেই আদালতে অকাট্য প্রমাণ দেওয়া সম্ভব হয়। এবং ৫৪ দিনের রেকর্ড সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে দোষীর সাজা ঘোষণা সুনিশ্চিত হয়।“

এর পরেই বিরোধীদের নাম না করে কটাক্ষ করেন অভিষেক। লেখেন, “এই দৃষ্টান্ত প্রমাণ করে, নারী সুরক্ষায় অন্যরা মৌখিক আশ্বাস দেয়, আর বাংলা নারীর বিরুদ্ধে অপরাধে জিরো টলারেন্স দেখায়।“
