Sunday, January 11, 2026

মালদহে BSF আধিকারিকদের সঙ্গে বৈঠক ডিজি-র, নিহত দুলালের স্ত্রীকে আশ্বাস

Date:

Share post:

BSF আধিকারীকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্য পুলিশের DG রাজীব কুমার (Rajiv Kumar। শুক্রবার মালদহের ভারত-বাংলাদেশ সীমান্তের মহদিপুর এলাকা পরিদর্শনে যান তিনি। সেখানে মহদিপুরের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখে প্রয়োজনীয় খোঁজখবর নেন তিনি। মহদিপুর স্থলবন্দর দিয়ে ঠিকঠাক আমদানি-রফতানি বাণিজ্য চলছে কি না তা জানতে মহদিপুর এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন। নিহত তৃণমূল (TMC) নেতা দুলাল সরকারের (Dulal Sarkar) স্ত্রীকে সুবিচারের আশ্বাস দেন তিনি।

গত ২ জানুয়ারি মালদহের ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল ওরফে বাবলা সরকার তাঁর নিজের কারখানায় যাচ্ছিলেন। অভিযোগ, সেইসময় বাইকে করে আসা চার দুষ্কৃতী কাউন্সিলরকে ধাওয়া করে ৪ রাউন্ড গুলি চালায়। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় কাউন্সিলরের। দুষ্কৃতী-দমনে কড়া বার্তা ইতিমধ্যেই দিয়েছেন ডিজি রাজীব কুমার (Rajiv Kumar)। এদিন মালদহে পৌঁছেই নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রীকে দিলেন সুবিচারের আশ্বাস। জানান, পুলিশ সুপারের নেতৃত্বে সুষ্ঠুভাবে তদন্ত চলছে। গোয়ালপোখরে দুই পুলিশ কর্মীকে আক্রান্তের ঘটনায় ঘটনাস্থলও পরিদর্শন করেছেন তিনি। শিলিগুড়ির হাসপাতালে আক্রান্তদের দেখতেও যান। এরপর শুক্রবার মালদহে পৌঁছে ডিজি রাজীব কুমার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিরাপত্তা-বিষয়ক বৈঠক করেন।

এদিন রাজ্য পুলিশের ডিজি সীমান্ত বিষয়ক নানা বিষয়ে বিএসএফ আধিকারিকদের সঙ্গেও কথা বলেন। পাশাপাশি তিনি কালিয়াচকে যান। কালিয়াচকের সালেপুর মোমিনপাড়ার সংঘর্ষ, শুট আউট ও মৃত্যুর ঘটনা নিয়ে কালিয়াচক থানার পুলিশের সঙ্গে কথা বলেন। কালিয়াচকের এসডিপিও অফিসেও যান। সঙ্গে ছিলেন এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ সামিম, আইজি উত্তরবঙ্গ রাজেশ কুমার যাদব, মালদহ জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব প্রমূখ। এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ আমদানি-রফতানি বাণিজ্যের পরিস্থিতি তুলে ধরেন।

spot_img

Related articles

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...

মোদির গুজরাটে চোরাশিকার! উদ্ধার ৩৭টি বাঘ ছাল, ১৩৩টি নখ-দাঁত

আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের বিভিন্ন জঙ্গলে সাফারিতে যান। বিদেশ থেকে আনা নতুন বিভিন্ন...