Thursday, August 21, 2025

মালদহে BSF আধিকারিকদের সঙ্গে বৈঠক ডিজি-র, নিহত দুলালের স্ত্রীকে আশ্বাস

Date:

Share post:

BSF আধিকারীকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্য পুলিশের DG রাজীব কুমার (Rajiv Kumar। শুক্রবার মালদহের ভারত-বাংলাদেশ সীমান্তের মহদিপুর এলাকা পরিদর্শনে যান তিনি। সেখানে মহদিপুরের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখে প্রয়োজনীয় খোঁজখবর নেন তিনি। মহদিপুর স্থলবন্দর দিয়ে ঠিকঠাক আমদানি-রফতানি বাণিজ্য চলছে কি না তা জানতে মহদিপুর এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন। নিহত তৃণমূল (TMC) নেতা দুলাল সরকারের (Dulal Sarkar) স্ত্রীকে সুবিচারের আশ্বাস দেন তিনি।

গত ২ জানুয়ারি মালদহের ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল ওরফে বাবলা সরকার তাঁর নিজের কারখানায় যাচ্ছিলেন। অভিযোগ, সেইসময় বাইকে করে আসা চার দুষ্কৃতী কাউন্সিলরকে ধাওয়া করে ৪ রাউন্ড গুলি চালায়। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় কাউন্সিলরের। দুষ্কৃতী-দমনে কড়া বার্তা ইতিমধ্যেই দিয়েছেন ডিজি রাজীব কুমার (Rajiv Kumar)। এদিন মালদহে পৌঁছেই নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রীকে দিলেন সুবিচারের আশ্বাস। জানান, পুলিশ সুপারের নেতৃত্বে সুষ্ঠুভাবে তদন্ত চলছে। গোয়ালপোখরে দুই পুলিশ কর্মীকে আক্রান্তের ঘটনায় ঘটনাস্থলও পরিদর্শন করেছেন তিনি। শিলিগুড়ির হাসপাতালে আক্রান্তদের দেখতেও যান। এরপর শুক্রবার মালদহে পৌঁছে ডিজি রাজীব কুমার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিরাপত্তা-বিষয়ক বৈঠক করেন।

এদিন রাজ্য পুলিশের ডিজি সীমান্ত বিষয়ক নানা বিষয়ে বিএসএফ আধিকারিকদের সঙ্গেও কথা বলেন। পাশাপাশি তিনি কালিয়াচকে যান। কালিয়াচকের সালেপুর মোমিনপাড়ার সংঘর্ষ, শুট আউট ও মৃত্যুর ঘটনা নিয়ে কালিয়াচক থানার পুলিশের সঙ্গে কথা বলেন। কালিয়াচকের এসডিপিও অফিসেও যান। সঙ্গে ছিলেন এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ সামিম, আইজি উত্তরবঙ্গ রাজেশ কুমার যাদব, মালদহ জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব প্রমূখ। এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ আমদানি-রফতানি বাণিজ্যের পরিস্থিতি তুলে ধরেন।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...