Sunday, December 21, 2025

আর জি কর মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয়: সাজা ঘোষণা সোমবার

Date:

Share post:

কলকাতা পুলিশের হাতে গ্রেফতার সঞ্জয় রায়কেই আর জি কর খুন ও ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত (conviction) করল শিয়ালদহ জেলা দায়রা আদালতের (Sealdah Court) বিচারক অনির্বাণ দাস। সিবিআই-এর (CBI) তদন্তের ভিত্তিতে রায় ঘোষণা করেন বিচারক। সোমবার সাজা ঘোষণা হবে এই মামলার। তখনই বোঝা যাবে সর্বোচ্চ শাস্তি হবে কি না জঘন্য অপরাধের। যদিও এই মামলায় সর্বোচ্চ শাস্তির সম্ভাবনার কথাও শনিবার আদালতে জানান বিচারক। যদিও এদিনও সঞ্জয় নিজেকে নির্দোষ দাবি করার চেষ্টা করে।

শনিবার সকাল থেকে শিয়ালদহ আদালত চত্বরের বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন রাখে কলকাতা পুলিশ (Kolkata Police)। ত্রিস্তর নিরাপত্তার মধ্যে দিয়ে বেলা ১টা নাগাদ আদালতে প্রিজন ভ্যানে (prison van) এসে পৌঁছায় সঞ্জয় (Sanjay Ray)। বেলা ২.১৫ নাগাদ বিচারক অনির্বান দাসের এজলাসে শুরু হয় এই মামলার রায়দান প্রক্রিয়া। বিচারক আর জি কর মামলার ঘটনা বিবরণী পড়ে শোনান। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী সঞ্জয়ের ডিএনএ নমুনা পাওয়া গিয়েছিল ঘটনাস্থলে। এরপরই বিচারক জানান সব দিক থেকে দোষী সাব্যস্ত (conviction) সঞ্জয় রায়ই। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৬৪, ৬৬ ও ১০৩(ক) ধারায় দোষী সাব্যস্ত করা হয় তাকে।

বিএনএস-এর (BNS) ৬৪ ধারা অনুযায়ী ধর্ষণে অভিযুক্ত সঞ্জয়ই। সেই সঙ্গে বিএনএস-এর ৬৬ ধারা অনুযায়ী ধর্ষণের সময় গুরুতর আঘাতের কারণে মৃত্যুর দোষীও সঞ্জয়। আবার বিএনএস-এর ১০৩ (ক) ধারা অনুযায়ী খুনেও অভিযুক্ত সে। বিচারক তাকে দোষী সাব্যস্ত করার পরই নিজেকে নির্দোষ দাবি করার চেষ্টা করে সঞ্জয় (Sanjay Ray)। বিচারক তার কথা শুনে জানান, সোমবার তার কথা শোনা হবে। সেই সঙ্গে জানান, এই অপরাধের জন্য সর্বনিম্ন শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড ও সর্বোচ্চ শাস্তি ফাঁসি (capital punishment) হতে পারে। সোমবার বেলা ১২.৩০ মিনিটে সেই সাজা (punishment) শোনাবেন বিচারক।

spot_img

Related articles

মোদির মিথ্যে কথার জন্য আবহাওয়ার বিশ্বাসঘাতকতা! শনিবারের সভা নিয়ে খোঁচা কল্যাণের

এসআইআর প্রক্রিয়া চলাকালীন মতুয়া অধ্যুষিত নদিয়ার তাহেরপুরে নরেন্দ্র মোদি মতুয়াদের জন্য কী বার্তা দেন, তা শোনার জন্য অধীর...

ব্যর্থ ইউনূস সরকার: সরব আক্রান্ত সংবাদ ও সাংস্কৃতিক সংস্থা

ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে (Bangladesh Violence) যে হিংসার ঘটনা ছড়িয়ে পড়েছে, তা ক্রমেই বাংলাদেশকে আরও অগ্নিগর্ভ...

তিনদিন পরে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণে বিবৃতি ভারতের MEA-র

ওসমান হাদি হত্যার পরবর্তীতে ভারতকে আক্রমণের নিশানায় রেখে অরাজকতা বাংলাদেশে। ভারতীয় একাধিক হাই কমিশনে হামলার পাশাপাশি ভারত বিরোধিতায়...

আরসিবি দলের নাইট প্রীতি! ভেঙ্কিকে হারিয়ে চ্যাম্পিয়ন দলকে কটাক্ষ নায়ারের

নিলামের লড়াই হেরে ব্যর্থ হয়েছে নাইটদের ভেঙ্কটেশ আইয়ারকে(Abhisek Nayar) হারাতে হয়েছে কেকেআরকে(KKR)। তাঁকে দলে রাখার রণকৌশল ব্যর্থ  করে...