পশ্চিমবঙ্গ বিধানসভার শেষ বাজেট অধিবেশন পেশ হতে চলেছে আগামী ফেব্রুয়ারিতেই। নবান্ন (Nabanna)সূত্রে খবর, ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ বাজেট পেশ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মনে করা হয়েছিল, তাঁর বাজেট পেশ করার দিন কয়েক পরেই বসতে পারে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। কিন্তু যেহেতু আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে এটাই রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট, তাই সবরকমের ব্যবস্থাপনা করেই বাজেট পেশ করতে চান মুখ্যমন্ত্রী। এছাড়া আগামী কয়েক সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কয়েকটি জেলা সফরও রয়েছে । তার পরেই বাজেট হবে এবং প্রায় দুসপ্তাহ ধরে অধিবেশন চলবে বলে জানা গেছে।

২০২৬ সালে ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের তালিকায় নতুন কোনও সংযোজন হচ্ছে কীনা সেদিকে নজর থাকবে এবারের বাজেটে। রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডারে কি নতুন কোনও সুবিধা যুক্ত হতে চলেছে? এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনও আপডেট দিতে চাইছে না নবান্ন। তবে মুখ্যমন্ত্রীর জেলা সফরের পরেই অর্থ দফতর এবং বিধানসভা পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হতে পারে। খুব তাড়াতাড়ি তারিখ ঘোষণা হবে বলে আশা করা হচ্ছে।
–

–

–

–

–

–

–

–

–
