Saturday, May 3, 2025

চেন্নাইয়ানের বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ্য মোলিনার

Date:

Share post:

আইএসএল-এ আজ পরবর্তী ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। অ্যাওয়ে ম্যাচে আজ বাগানের সামনে চেন্নাইয়ান এফসি। শেষ ম্যাচ জামশেদপুর এফসির বিরুদ্ধে একগাদা সুযোগ হাতছাড়া করার জোসে মোলিনার দলকে খেসারত দিতে হয়েছে ড্র করে। তিনদিনের মধ্যেই ফের একটা অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে সবুজ-মেরুন। এই ম্যাচ থেকেই জয়ের সরণিতে ফিরতে মরিয়া মোলিনা ব্রিগেড।

কোচ জোসে মোলিনা টানা ম্যাচ খেলার ক্লান্তির প্রসঙ্গ উড়িয়ে দিলেও, তাঁকে চিন্তায় রাখছে সাহাল আব্দুল সামাদের চোট। সোমবার সাহাল দলের সঙ্গে চেন্নাই গেলেও, তাঁর মাঠে নামার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। সবুজ-মেরুন শিবিরের খবর আগের ম্যাচের একাদশকেই চেন্নাইয়ান ম্যাচে খেলাতে চাইছেন কোচ। ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে রয়েছে মোহনবাগান। আত্মবিশ্বাসী মোলিনার বক্তব্য, ‘‘আমি দলের পারফরম্যান্সে গর্বিত। আগের ম্যাচে সুযোগ নষ্ট নিয়েও চিন্তিত নই। সুযোগ তৈরি হলে গোল ঠিকই আসবে। আমি নিশ্চিত, চেন্নাইয়ান ম্যাচেও আমার ফুটবলাররা সুযোগ পাবে এবং গোলও করবে।“

মোলিনা আরও বলেন, ‘‘আমার টিম লিগে সবথেকে বেশি গোল করেছে। দ্বিতীয় স্থানে থাকা দলের সঙ্গে আমরা ৮ পয়েন্টে এগিয়ে। অনেকেই চেন্নাইয়ের গরমের কথা বলছেন। কিন্তু দুটো দলকেই তো এই পরিবেশে খেলতে হবে। তাই ক্লান্তি নিয়ে ভাবছি না।“ কোচের মতো ফুটবলাররাও আত্মবিশ্বাসে ফুটছেন। জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোস, গ্রেগ স্টুয়ার্টরা থাকায় গোলের চিন্তা যেমন কমেছে। তেমনই সবুজ-মেরুন রক্ষণকেও ভরসা দিচ্ছেন দুই বিদেশি অ্যালবার্তো রডরিগেজ ও টম অলড্রেড। অভিজ্ঞ শুভাশিস বোসও ভাল খেলছেন। মোলিনা তো বলেই দিচ্ছেন, ‘‘আমাদের লক্ষ্য চেন্নাই থেকে তিন পয়েন্ট নিয়ে ফেরা। প্রতিপক্ষ শক্তিশালী হলেও, নিজের ফুটবলারদের উপর পূর্ণ আস্থা রয়েছে।“

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই সঞ্জু , বিস্ফোরক সঞ্জুর বাবা

spot_img

Related articles

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...