নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে কালচিনির সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে শঙ্খ বাজিয়ে দেশনায়ককে শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠক থেকেই জানিয়ে দিয়েছিলেন এই প্রথম ডুয়ার্সে সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করা হবে। সেইমতো এলাকার সকল মহিলাদের অনুরোধ করেছিলেন শঙ্খ নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। এদিন ঠিক বারোটা বেজে পনেরো মিনিটে অর্থাৎ নেতাজির জন্মক্ষণে নিজে শঙ্খ বাজালেন মুখ্যমন্ত্রী। সঙ্গে বাজলো সাইরেন। এরপর সুভাষিনী চা বাগানের মাঠে নেতাজির ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন মাল্যদানও করেন মমতা। আদিবাসী শিল্পীদের সঙ্গে তাল মিলিয়ে ধামসা বাজাতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

এই প্রথম ডুয়ার্সে নেতাজি জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। এদিন কালচিনিতে সুভাষিনী চা বাগানের মাঠে পৌঁছে সেখানকার মহিলা এবং শিশুদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান, শুভেচ্ছা বিনিময় ও জনসংযোগ করেন মুখ্যমন্ত্রী। কেউ এগিয়ে এসে ছবি তোলেন কেউবা আবার হ্যান্ডশেক করেন মমতার সঙ্গে। হাসিমুখে সকলের আবদার মিটিয়েছেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানমাঠে পৌঁছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের কাজ দেখেন তিনি। নৃত্যশিল্পী এবং চা বাগানের মহিলাদের সঙ্গেও কথা বলেন। এরপর সরকারি পরিষেবা সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান শুরু হয়।

–

–
–

–

–

–

–

–

–

–