Thursday, November 13, 2025

এবার দিল্লিতেও `লক্ষ্মীর ভাণ্ডার`! সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে থাকছে বাংলার ট্যাবলো

Date:

Share post:

দিল্লির সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার কন্যাশ্রী ট্যাবলোকে গতবার ব্রাত্য করেছিল কেন্দ্র। এবার বাংলার ট্যাবলোকে স্থান দিতে বাধ্য হল কেন্দ্রের বিজেপি সরকার। রাজ্য সরকারের গর্বের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার থিমে সজ্জিত ট্যাবলো এবার স্থান করে নিল দিল্লির সাধারণতন্ত্র দিবসে।

মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের গ্রহণযোগ্যতা এখন সর্বভারতীয় ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। সেই কারণেই বিজেপি বাংলাকে দূরে সরিয়ে রাখতে পারল না এবার। এদিকে, সাধারণতন্ত্র দিবসে এবার কলকাতায় দেখা মিলবে ‘রোবটিক মিউলস’ বা ‘রোবটিক খচ্চরে’র। চলতি বছরের ১৫ জানুয়ারি প্রথমবার পুণেতে ভারতীয় সেনাবাহিনীর এই রোবটিক মিউলস আর্মি ডে প্যারেডে প্রদর্শন করেছিল। এবার কলকাতায় প্রদর্শিত হবে।

দিল্লিতে পশ্চিমবঙ্গের ট্যাবলোর সামনে থাকছে নারীশক্তির প্রতীক ছৌ নাচের সাজে সিংহবাহিনী দুর্গার মূর্তি। সেই দুর্গামূর্তির সামনেই থাকছে লক্ষ্মীর ভাণ্ডারের প্রতীক হিসেবে বিরাট মাপের কলস। তাতে বড় বড় অক্ষরে লেখা লক্ষ্মীর ভাণ্ডার। এই ভাণ্ডার হল নারী ক্ষমতায়নের প্রতীক। মানুষের জীবনে ক্ষমতায়ন ও স্বনির্ভরতার ভাবনায় জঙ্গলমহলের প্রেক্ষাপট ও টেরাকোটা মন্দিরের পশ্চাদ্পটে ট্যাবলোটিকে সাজিয়ে তোলা হয়েছে। ছৌ এবং বাউল শিল্পীরা রাজ্যের তরফে কুচকাওয়াজে অংশ নেবেন। পারফরম্যান্সের নিরিখেই বাংলার মডেলকে সম্মতি দিয়েছে কেন্দ্র। ট্যাবলোতে থাকবে একাধিক মডেল। আর কর্তব্যপথে লোকশিল্প প্রদর্শন। রাজ্য সরকারের লোকপ্রসার প্রকল্পের সাফল্য তুলে ধরা হবে দিল্লিতে। আর কলকাতার রেড রোডের চমক রোবটিক মিউলস। এই রোবটিক মিউলস প্রতিকূল আবহাওয়ায় এবং পরিবর্তনশীল প্রাকৃতিক ভূখণ্ডে কাজ করতে পারে। রোবটিক মিউলস ২০২৪ সালের জুন মাসে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কম্পিউট বক্স, ব্যাটারি, সামনের সেন্সর হেড, রিয়ার সেন্সর হেড এবং পা দিয়ে তৈরি রোবটিক মিউলস। একইসঙ্গে এর মধ্যে রয়েছে ক্যামেরার সাহায্যে প্রতিবন্ধকতা এবং এড়িয়ে চলা সেন্সিং, সীমিত জায়গায় নেভিগেশন এবং কমপক্ষে দু-ঘণ্টা একটানা অপারেশন।

আরও পড়ুন- Big Breaking: ‘বিনোদিনী’কে গিনেস-এ পাঠানোর পরিকল্পনা! বিস্তারিত জানালেন পরিচালক রামকমল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...