Saturday, November 15, 2025

দুর্গাপুরে বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার বর্জ্য মিশ্রিত জলে পড়ে জোড়া মৃত্যু

Date:

Share post:

বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার বর্জ্য মিশ্রিত জলে পড়ে জোড়া মৃত্যু। আশঙ্কাজনক আরও তিন। নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলে সরব এলাকাবাসী।মৃত দুই যুবকের নাম আকাশ বাদ্যকর (২৫) কাঁকসার জামবনের বাসিন্দা ও বছর ২৬ র অনুপ সরকার মালদহের বাসিন্দা। উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়া আরও তিন যুবককে প্রথমে দুর্গাপুরের( durgapur) শোভাপুর সংলগ্ন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পরে বিধাননগরের বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে অন্যান্য দিনের মতোই সর্বভারতীয় বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার দুর্গাপুর ফরিদপুর ব্লকের পারুলিয়ার ২৪২ নম্বর পিটে কাজে যোগ দেয় ওই যুবকরা। আচমকা গ্যাস উত্তোলনের পর  বর্জ্য মিশ্রিত জমা জলে পড়ে যায় পাঁচ ঠিকা শ্রমিক। সহকর্মীরা দেখতে পেয়ে তড়িঘড়ি তাদের উদ্ধার করে। তারপরেই তাদের স্থানীয়দের সহযোগিতায় শোভাপুর সংলগ্ন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে আকাশ বদ্যকর ও অনুপ সরকারকে বিধান নগরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই দুজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। আরো দুই যুবক বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনাস্থলে পৌঁছান দুর্গাপুর ফরিদপুর ব্লকের ব্লক সভাপতি শতদীপ ঘটক। তিনি বলেন, আমরা ইন্সপেকশনে এসেছি, যে দুজন ছেলে মারা গেছে তাদের পরিবারের প্রতি খুবই দুঃখ প্রকাশ করছি। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যে সাহা্য্য দেওয়া হয় এখানেও আমরা তা দাবি করছি, যাতে ওই দুই পরিবারেকে আর্থিক সাহায্য দেওয়া হয়। কোথাও যদি সেফটির ঘাটতি থাকে সেটাও পুনর্বিবেচনা করা হবে। বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার আধিকারিক সিদ্ধার্থ পান্ডে  বলেন, মর্মান্তিক ঘটনা। আমরা শুনেছি দুজনের মৃত্যু হয়েছে। সবরকম ভাবেই মৃত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়ানো হবে।

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...