বৃষ্টি ভিজবে বসন্ত পঞ্চমী নাকি পারদ পতনে জমবে সরস্বতী পুজো!

শনিবার সকাল থেকে আকাশের মুখ ভার, মেঘলা আবহাওয়ায় বেড়েছে উষ্ণতা। পশ্চিমী ঝঞ্ঝার কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তুরে হাওয়া ডানা মিলতে পারেনি। যার জেরে সময়ের আগেই শুরু হয়েছে শীত বিদায় পর্ব। দক্ষিণবঙ্গে আগামী চার-পাঁচ দিন স্বাভাবিকের উপরেই থাকবে তাপমাত্রা (South Bengal Weather)। যদিও মেঘ কুয়াশার খেলায় রাজ্যবাসীর আশঙ্কা বাঙালির ভ্যালেনটাইন্স ডে-তে কি বৃষ্টির দেখা মিলবে? আজ ঝিরঝির বৃষ্টি কলকাতা-সহ শহরতলির বিভিন্ন জায়গায় হলেও আগামী দু দিনে বর্ষণের কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। অতএব সরস্বতী পুজোয় প্রেমের সঙ্গে বজায় থাকবে প্রকৃতির উষ্ণতাও।

হাওয়া অফিস (Weather Department) বলছে, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায় ঘন কুয়াশার দাপট থাকবে। আজ মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি ছুঁয়েছে। যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৭ ডিগ্রি বেশি। মফস্বলের বেশ কিছু জায়গায় হালকা ফ্যান ঘুরতেও দেখা গেছে। নতুন করে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। শনিবার রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা আরও বাড়বে। ঘন কুয়াশা থাকবে জলপাইগুড়ি কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। ৫০ মিটারের নীচে নামতে পারে দৃশ্যমানতা।