Wednesday, August 20, 2025

ফের বাংলাকে বঞ্চনা: জন-গরিব বিরোধী, নিরাশার বাজেট নিয়ে মোদি সরকারকে ধুয়ে দিল তৃণমূল

Date:

Share post:

কেন্দ্রীয় বাজেটে ফের বঞ্চিত বাংলা। পাশে রাজ্যে বিহারকে উড়াজ করে দিলেও পশ্চিমবঙ্গের ঝুলি শূন্য। কোশি প্রকল্প ঘোষণা করা হলেও কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান, কান্দি মাস্টার প্ল্যান বা উত্তরবঙ্গের বন্যা নিয়ন্ত্রণে বাজেটে কোনও বরাদ্দ নেই। ১০০ দিনের কাজ বা গ্রামীণ আবাস যোজনা, গ্রামীণ সড়ক যোজনার বরাদ্দ থেকে বঞ্চিত বাংলা (West Bengal)। এভাবেই এবারের কেন্দ্রীয় বাজেটকে (Budget) আক্রমণ করল তৃণমূল। এই বাজেট আশা হীন। জন-বিরোধী, গরিব-বিরোধী। মধ্যবিত্ত, কৃষক, শ্রমিক, নারী, যুব- কোনও শ্রেণির জন্যই কোনও আশার আলো নেই সেখানে। শনিবার, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট (Union Budget) পেশের পরে এইভাবেই ধুয়ে দিল বাংলার শাসকদল। তাদের মতে, এই বাজেট কথা ফুলঝুরি আর ফাঁকা প্রতিশ্রুতিতে ভরা।

তৃণমূলের (TMC) তরফ থেকে কেন্দ্রীয় বাজেটকে ঠুকে বলা হয়,
• এই বাজেট (Budget) জন-বিরোধী, গরিব-বিরোধী। মধ্যবিত্ত, কৃষক, শ্রমিক, নারী, যুব- কোনও শ্রেণির জন্যই কোনও আশার আলো নেই। উচ্চ মুদ্রাস্ফীতি, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঊর্ধ্বমুখী দাম, ক্রমবর্ধমান বেকারত্ব, দরিদ্রদের আর্থিকভাবে পঙ্গু করে দেওয়া এই বাজেট কোনও আশা জাগায় না।

• যুব, গরিব, নারী এবং কিষাণদের নিয়ে ফাঁকা বুলি ছাড়া আর কিছুই নেই বাজেটে।

• জনকল্যাণমূলক কাজে বরাদ্দ সংকোচন এবং সামাজিক প্রকল্পগুলিতে তহবিল বরাদ্দ হ্রাস শহর এবং গ্রামে দুর্দশাকে আরও বাড়াবে৷ জনকল্যাণমূলক ব্যবস্থায় কাটছাঁট করে আয়করে ছাড় “পিটারের টাকা ছিনতাই করে পল”কে দেওয়ার মতো ঘটনা।
আরও খবর: মধ্যবিত্তের মন জয়ে আপতত আয়কর কমিয়ে জটিল অঙ্কে ফাঁসালো কেন্দ্র

• দেশে বেকারত্ব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বেকারত্ব মোকাবিলা এবং নতুন চাকরি সৃষ্টির জন্য বাজেটে কোনও দিশা নেই। কম বেতনপ্রাপ্ত আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সর্বশিক্ষা কেন্দ্রের প্যারা-টিচার এবং অন্যান্য স্বেচ্ছাসেবকরা এবারও উপেক্ষিত ও অবহেলিত।

• ক্রমবর্ধমান ঋণের বোঝা উপর উচ্চ সুদের হার জনকল্যাণমূলক প্রকল্পের তহবিল গ্রাস করছ।

• এবারের বাজেটেও (Budget) ফের কেন্দ্রের বৈষম্যের শিকার বাংলা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি হেরে যাওয়ার পর এখন ৩ বছর ধরে রাজ্যে বরাদ্দে বঞ্চনা অব্যাহত। বাংলার মানুষ ফের ১০০ দিনের কাজের বরাদ্দ থেকে বঞ্চিত। গ্রামীণ আবাস যোজনা, গ্রামীণ সড়ক যোজনা এবং সংখ্যালঘু স্কলারশিপ, স্কিম, ইটিসি-ওবিসি স্কলারশিপের মতো অন্যান্য কল্যাণমূলক প্রকল্প বরাদ্দ হয়নি।

• এমনকী, বিহারের জন্য কোশি প্রকল্প ঘোষণা করা হয়েছে কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান, কান্দি মাস্টার প্ল্যান, গঙ্গা-পদ্মা ক্ষয়রোধী পরিকল্পনা এবং উত্তরবঙ্গ বন্যা ও ভূমিধস নিয়ন্ত্রণে বাজেটে কোনও দিশা নেই।

spot_img

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...