Thursday, August 28, 2025

অনুষ্ঠান চলাকালীন আচমকা অসুস্থ! সোনুর শো মনে করালো কে কে-র শেষ পারফর্মেন্স

Date:

Share post:

অনুষ্ঠান শুরুর আগে অসুস্থ বোধ করেছিলেন। কিন্তু তা অগ্রাহ্য করে গান গেয়েছিলেন। শো চলাকালীন প্রবল কষ্ট চেপে রেখেই বিপুল ভক্তকে কাঁদিয়ে চির বিদায় নিয়েছেন কে কে (KK)। এই শহর সেই চরম দিনের সাক্ষী থেকেছে। ফের একবার শারীরিক কষ্টকে অগ্রাহ্য করার মাশুল দিলেন আরেক গায়ক সোনু নিগম (Sonu Nigam)।

আচমকাই অসুস্থ গায়ক সোনু নিগম (Sonu Nigam)। পুনের (Pune) এক সরস্বতী পুজোর অনুষ্ঠানে গান গাইছিলেন তিনি। নীল স্যুট সাদা শার্ট, চোখে চশমা পরে নিজের একের পর এক জনপ্রিয় গানগুলি শোনাচ্ছিলেন। এমন সময় হঠাৎই শুরু হয় পিঠে ব্যাথা (back spasm)। পারছেন না সোজা হয়ে দাঁড়াতে। ব্যাথায় ছটফট করছেন।

সোনু সোশ্যাল মিডিয়ায় (social media) নিজের কষ্টের বর্ণনা দিয়ে বলেন, ‘অসহনীয়, যন্ত্রণা। আমার মনে হচ্ছিল যেন একটা সূঁচ আমার মেরুদণ্ডে (spine) বিঁধছে। আমি একটু নড়াচড়া করতাম এবং একটু নড়াচড়া করলে সূঁচটি আমার মেরুদণ্ডে বিঁধছিল। এরকমই ছিল। সত্যিই খারাপ। যদিও দেবী সরস্বতীর কৃপায় আমি দিনটা উতরে যেতে পেরেছি।’ জানা গিয়েছে, শোয়ের আগেই পিঠে যন্ত্রণা (back spasm) অনুভব করেছিলেন সোনু। তবে পাত্তা দেননি তিনি। সেই ব্যথা নিয়েই শো করেছেন। তবে শেষরক্ষা আর হল না। তবে সোনু জানিয়েছেন মা সরস্বতীর অনেক কৃপা যে তিনি শো-টা শেষ করতে পেরেছেন।

এখনও তাঁর সুস্থ হতে কিছুটা সময় লাগবে। তবে সোনুর (Sonu Nigam) এমন পেশাদারিত্ব দেখে তাঁর প্রশংসায় পঞ্চমুখ দর্শকেরা। তবে এই ঘটনা নেটিজেনদের মনে নতুন করে প্রিয় মানুষকে হারানোর শঙ্কায় ফেলেছে। এভাবে শারীরিক কষ্টকে অগ্রাহ্য করে অনুষ্ঠান চালিয়ে যাওয়ায় শিল্পীদের জীবন নিয়ে আশঙ্কাও করেছেন অনেকে।

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...