Friday, January 9, 2026

কনকাশন-বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন গাভাস্কর, বললেন, ‘চালাকি করে ম্যাচ জেতার দরকার ছিল না ভারতের’

Date:

Share post:

ভারত-ইংল্যান্ড চতুর্থ ম্যাচের কনকাশন-বিতর্ক বেড়েই চলেছে। চতুর্থ ম্যাচে শিবম দুবের কনকাশন পরিবর্ত হিসাবে খেলানো হয়েছিল হর্ষিত রানাকে। সেই নিয়ে এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। শিবমের পরিবর্ত হিসাবে হর্ষিতকে খেলানোর সিদ্ধান্ত মানতে পারছেন না তিনি। গাভাস্করের মতে চালাকি করে ম্যাচ জেতার কোনও দরকার ছিল না ভারতের। এতে ভারতীয় ক্রিকেটের গায়েই কালি লেগেছে বলে মনে করছেন তিনি।

এই নিয়ে গাভাস্কর বলেন, “পুণে ম্যাচে শিবম শেষ পর্যন্ত ব্যাট করল। ওর হেলমেটে বল লাগার পরেও উঠে গেল না। তাহলে কী ভাবে ওর কনকাশন পরিবর্ত নামানো যায়? যদি ও সঙ্গে সঙ্গে উঠে যেত তাহলে বিষয়টা মানা যেত। ওর কনকাশন পরিবর্ত নামানোর সিদ্ধান্তই ভুল। যদি শিবমের পেশিতে টান লাগত, তাহলে নয় ওর পরিবর্ত নামানো যেত। তবে সে শুধু ফিল্ডিং করত। বল নয়।“ গাভাস্করের মতে হর্ষিতকে বল করতে নামিয়ে ভারত অন্যায় ভাবে সুবিধা নিয়েছে । গাভাস্কর বলেন, “ আইসিসির নিয়মে আছে, উপযুক্ত পরিবর্ত নামাতে হবে। শিবম ও হর্ষিতের মধ্যে একমাত্র দৈহিক উচ্চতা ও ফিল্ডিংয়ের মান ছাড়া কোও মিল নেই। ইংল্যান্ডের তো খারাপ লাগবেই। ওদের সঙ্গে অন্যায় হয়েছে। ভারতীয় দল দুর্দান্ত। ওদের এভাবে চালাকি করে ম্যাচ জেতার দরকার নেই। এতে ভারতীয় ক্রিকেটের গায়েই কালি লাগল।“

ভারত-ইংল্যান্ড চতুর্থ টি-২০ ম্যাচে শিবম দুবের পরিবর্তে হর্ষিত রানাকে খেলানো নিয়ে বেশ বিতর্ক হয়। সেই নিয়ে সেই সময় মুখ খুলেছিলেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নি মর্কেল। মুখ খোলেন দলের হেড কোচ গৌতম গম্ভীর। আর এবার এই নিয়ে মন্তব্য করলেন গাভাস্কর।

আরও পড়ুন- এবার শিবমের পরিবর্তে হর্ষিত খেলানো নিয়ে মুখ খুললেন গম্ভীর, কী বললেন টিম ইন্ডিয়ার হেড কোচ ?

spot_img

Related articles

বাংলার পড়ুয়াদের জন্য বাড়ল ‘ঐক্যশ্রী’ স্কলারশিপে আবেদনের সময়সীমা

পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য রাজ্য সরকারের তরফে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda scholarship) ও ঐক্যশ্রী স্কলারশিপ প্রদান করা...

আইপ্যাকে তল্লাশির নামে নির্বাচনী নথি চুরির প্রতিবাদে আজ রাজপথে মিছিল মমতার

পদ্মপার্টির নির্দেশে আইপ্যাক (IPAC) অফিসে ইডি হানা ও তল্লাশির নামে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী নথি চুরির প্রতিবাদে শুক্রবার পথে...

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...