Monday, November 3, 2025

চ্যাম্পিয়নস ট্রফিতে অনিশ্চিত অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স

Date:

Share post:

চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার হয়ে নাও খেলতে পারেন প্যাট কামিন্স।কারণ, তার চোট এখনও সারেনি।  কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন এই আশঙ্কার কথা। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি টেস্ট সিরিজে পারিবারিক কারণে খেলছেন না কামিন্স। এরই পাশাপাশি, অ্যাঙ্কলের চোটে ভুগছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। কামিন্সের এই চোট অনেক পুরোনো।যদিও বর্ডার-গাভাস্কার ট্রফির পর এটি আরও বেড়েছে।

শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে কামিন্সের পরিবর্তে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ। কামিন্স যদি চ্যাম্পিয়নস ট্রফিতে শেষ পর্যন্ত না খেলতে পারেন, তাহলে চ্যাম্পিয়নস ট্রফিতে নেতৃত্ব দিতে পারেন স্মিথ। নেতৃত্ব পাওয়ার দৌড়ে আছেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেডও।শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে খেলছেন না, এমন যারা চ্যাম্পিয়নস ট্রফির দলে আছেন, আগামিকাল বৃহস্পতিবার তাদের শ্রীলঙ্কায় যাওয়ার কথা। সেখানে দুটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। ম্যাকডোনাল্ড জানিয়েছেন, তাদের মধ্যে কামিন্সের থাকার সম্ভাবনা কম। চোটের সঙ্গে লড়ছেন আরেক পেসার জশ হ্যাজলউডও।ম্যাকডোনাল্ড জানিয়েছেন, প্যাট কামিন্স কোনও ধরনের বোলিং এখনও শুরু করেননি। ওর খেলার সম্ভাবনা কম। আমাদের একজন অধিনায়ক লাগবে। স্মিথ ও ট্রাভিস হেডের সঙ্গে আমাদের আলোচনা চলছে। প্যাটকে ছাড়া আমরা আমাদের দলটাও তৈরি করছি।

হ্যাজলউডও চোটে ভুগছেন। তবে বর্ডার-গাভাস্কার ট্রফির ৩ টেস্ট ও শ্রীলঙ্কার বিপক্ষে ২টিতে টেস্টে খেলতে পারেননি পায়ের পেশির চোটে। এর আগে অলরাউন্ডার মিচেল মার্শ চোটে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গিয়েছেন। তার জায়গায় এখনও অন্য কাউকে নেওয়ার কথা ঘোষণা করেনি অস্ট্রেলিয়া। গত রবিবার ম্যাকডোনাল্ড জানিয়েছেন, ওয়ানডেতে অভিষেক না হলেও বো ওয়েবস্টারের চ্যাম্পিয়নস ট্রফিতে ডাক পাওয়ার সম্ভাবনা আছে।শেষ পর্যন্ত জল কোনদিকে গড়ায়, সেই দিকেই তাকিয়ে সবাই।

spot_img

Related articles

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন: আহ্বান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন- ডাক দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার কালীঘাটে...

মঙ্গলে মহামিছিল! নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে আহ্বান তৃণমূল সভানেত্রীর

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে- জানিয়েছে রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার পথে...

একসাথে লড়াই হবে: শোভন-বৈশাখীকে স্বাগত অভিষেকের, পদ নিয়ে দলের ওয়ার্কিং কমিটিতে সিদ্ধান্ত

তৃণমূল ভবনে আনুষ্ঠিকভাবে দলে যোগ দিয়েই কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে দেখা করতে...

মেয়ে বিশ্বকাপজয়ী! আবেগে-চোখের জলে ভাষা হারিয়েছেন রিচার গর্বিত পিতা

সন্দীপ সুর বিশ্বকাপজয়ী মেয়ের জন্য গর্বিত পিতা। স্টেডিয়ামে বসেই সাক্ষী থেকেছেন মেয়ের বিশ্বকাপ জয়ের মুহুর্তের। সোমবার বিকেলেও যেন ঘোর...