Thursday, August 21, 2025

শান্তিতেই মাধ্যমিক পরীক্ষার প্রথমদিন, জানালেন পর্ষদ সভাপতি

Date:

Share post:

শান্তিপূর্ণ মাধ্যমিকের প্রথম পরীক্ষা। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া প্রায় সবটাই স্বাভাবিক ও শান্তিপূর্ণ। সোমবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের মাইকেলনগরে একটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পর এ কথা জানালেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সফলভাবে প্রথম ভাষার পরীক্ষা শেষ হওয়ার জন্য তিনি রাজ্য প্রশাসন ও পুলিশকে-সহ পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত সকলকেই শুভেচ্ছা জানিয়েছেন। বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে।

চলতি বছর নয় লক্ষেরও বেশি পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। ত্রিস্তরীয় ব্যবস্থাপনার মধ্যে দিয়ে পরীক্ষা পরিচালিত হচ্ছে। পর্ষদের পক্ষ থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনও করা হচ্ছে। সোমবার ছিল মাধ্যমিকের প্রথম ভাষা বাংলা পরীক্ষা। পর্ষদ সভাপতি মধ্যমগ্রামের মাইকেলনগর শিক্ষা নিকেতনে পরিদর্শনে আসেন। পরীক্ষা কেন্দ্রের ভিতরের পরিবেশ দেখে খুব অল্প সময়ের ব্যবধানে তিনি বেরিয়ে আসেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের ওপরে রাজ্যে ভালোভাবে প্রথম দিনের পরীক্ষা হয়েছে। কোথাও কোনও বড় ধরনের সমস্যা হয়নি। আলিপুরদুয়ারে পরীক্ষা কেন্দ্রের ভিতর থেকে একটা মোবাইল উদ্ধার হয়েছে। কলকাতার একটি স্কুলে নকল অ্যাডমিট কার্ড নিয়ে এক পরীক্ষার্থী প্রবেশ করেছিল। একটি পরীক্ষা কেন্দ্রে বোনের জায়গায় দিদি পরীক্ষা দিতে এসেছিল। সব স্কুলই যথেষ্ট দক্ষতার সঙ্গে পরীক্ষার ব্যবস্থা পরিচালনা করেছে।’

পর্ষদ সভাপতি আরও বলেন, ‘শান্তিপূর্ণভাবে পরীক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য পর্ষদের পক্ষ থেকে আমরা ত্রিস্তরীয় ব্যবস্থা করেছি। ছোট ছোট ছেলেমেয়েদের পরীক্ষা দিতে যাতে কোথাও কোনও অসুবিধা না হয় সে সব ব্যবস্থা আমরা তৈরি রেখেছি। সঙ্গে রয়েছে আমাদের এমারজেন্সি রেসপন্স টিম। যে সুষ্ঠুভাবে প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে, আমি আশা করব যে এভাবেই শেষদিন পর্যন্ত চলবে। কোন সমস্যার খবর পেলে আমরা তৎক্ষনাৎ তার সমাধানের জন্য প্রস্তুত।’

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...