মাঘী পূর্ণিমায় গঙ্গাসাগরে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড়, সতর্ক প্রশাসন 

মাঘী পূর্ণিমা উপলক্ষে বুধবার ভোর রাত থেকেই লক্ষ লক্ষ পুণ্যার্থী অমৃত স্নানের আশায় ভিড় জমিয়েছেন গঙ্গাসাগরে (Gangasagar)। স্নানের পর কপিলমুনির আশ্রমে পুজো দেওয়ার জন্য লম্বাও লাইন। এত মানুষের সমাগমে যাতে কোন দুর্ঘটনা না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাজ্য প্রশাসনের (Govt of WB)। ভিড় সামাল দিতে অতিরিক্ত বাস-ভেসেল পরিষেবা চালানো হচ্ছে। পর্যাপ্ত মেডিক্যাল ব্যবস্থাও রাখা হয়েছে সাগর চত্বরে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এবছর রেকর্ড ভিড়ের আশা করছে প্রশাসন।

এদিন সকাল থেকে কাকদ্বীপ লট নাম্বার ৮- এ লম্বা লাইন দেখে অতিরিক্ত ভেসেল পরিষেবা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সাগর মেলার মাঠে পানীয় জল এবং শৌচাগারের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। তৈরি হয়েছে যাত্রীনিবাস এবং বিশ্রামাগার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ব্যবস্থাপনায় খুশি পুণ্যার্থী থেকে পর্যটক সকলেই। পাশাপাশি প্রয়াগরাজের মহাকুম্ভেও পুণ্যার্থীদের ভিড়। বিগত কয়েকদিনে একাধিক দুর্ঘটনায় কিছুটা আতঙ্কিত অমৃতস্নানে আসা সাধারণ মানুষ। ড্রোন উড়িয়ে নজরদারি চলছে বলে যোগী প্রশাসনের তরফে জানানো হয়েছে।