Wednesday, November 12, 2025

মোদি-জমানাতেই আমেরিকায় সর্বোচ্চ ভারতীয় অনুপ্রবেশ, আরও দুই বিমান ফিরছে শনি-রবিতে

Date:

Share post:

নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রধানমন্ত্রিত্ব কালে যে ‘বিকশিত ভারত’ দেখেছে দেশের নাগরিকরা তার জেরে গত তিন বছরে দেশে ছেড়ে পালিয়ে বা লুকিয়ে আমেরিকায় অনুপ্রবেশের (illegal immigration) পরিমাণ সর্বোচ্চ, জানাচ্ছে সমীক্ষা। এক বছরে প্রায় ৪৩ হাজার ভারতীয় (Indian) লুকিয়ে আমেরিকায় ঢোকার দায়ে ধরা পড়েছেন মোদি জমানায়। ট্রাম্প (Donald Trump) প্রশাসন সেই ভারতীয়দের দেশে ফেরানোর (deportation) কাজ শুরু করেছে। আগামী শনি ও রবিবার অনুপ্রবেশকারী ভারতীয়দের নিয়ে দুটি বিমান ছোঁবে দেশের মাটি।

আমেরিকার জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা দাবি করছে, ২০২০ সালে যেখানে হাজার ভারতীয় ধরা পড়েছিলেন মার্কিন অনুপ্রবেশের (illegal immigration) দায়ে। সেখানে ২০২৩ সালে ধরা পড়েছেন ৪৩ হাজার ভারতীয় (Indian)। চলতি বছরে এখনও পর্যন্ত প্রায় ৪০ হাজার অনুপ্রবেশকারীকে আটক করেছে মার্কিন প্রশাসন। ফলে স্বাভাবিকভাবেই প্লেনে করে তাঁদের দেশে ফেরানোর কাজ যখন শুরু করেছে ট্রাম্প প্রশাসন, তখন তাঁদের হাত-পা শিকলে বাঁধা দেখেও মুখে কুলুপ এঁটেছেন নরেন্দ্র মোদি থেকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)।

যে বিজেপি নেতারা নির্বাচনের আগে এক রাজ্য থেকে আরেক রাজ্যে পছন্দসই কাজের খোঁজে যাওয়া মানুষকে পরিযায়ী শ্রমিক আখ্যা দিয়ে বিরোধী রাজ্যগুলিকে টার্গেট করেছে, সেই নরেন্দ্র মোদির সময়ে দেশে ভাগ্যবদলের উদ্দেশে সুদূর মার্কিন মুলুকে পাড়ির পরিমাণ বেড়েছে সর্বকালীন রেকর্ড হয়ে। তবে এবার তাদের দেশে ফেরাতে (deportation) শুরু করেছেন ট্রাম্প (Donald Trump)।

শনিবার আমেরিকা থেকে দ্বিতীয় বিমানে ভারতে পৌঁছাবেন ১১৯ ভারতীয়। অমৃতসর বিমান বন্দরে রাত দশটার পরে সেই বিমান নামবে। ইতিমধ্যেই প্রথম বিমান ১০৪ ভারতীয়কে নিয়ে পৌঁছানোর পরে দেখা গিয়েছে পঞ্জাব (Punjab) থেকে গুজরাটের (Gujarat) বাসিন্দারা সেখানে ছিলেন। দ্বিতীয় বিমানেও পঞ্জাব, হরিয়ানা, গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের বাসিন্দারা থাকছেন। তৃতীয় আরেকটি বিমান রবিবার পৌঁছাবে অমৃতসরেই।

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...