Saturday, November 8, 2025

বহু লবি বঙ্গ বিজেপিতে! তাল তুলছে বিরোধী দলনেতার বিরুদ্ধেই

Date:

Share post:

বঙ্গ বিজেপিতে আড়াআড়ি বিভাজন। আদি-নব্য-তৎকাল দ্বন্দ্ব তো ছিলই, এখন আরও বহু লবিতে বিভক্ত বঙ্গ বিজেপি। দিলীপ বিজেপি, সুকান্ত বিজেপি, শুভেন্দু বিজেপি-র পর এখন অলিতে গলিতে গজিয়ে উঠছে বিজেপির নতুন নতুন গোষ্ঠী। একই অপরের বিরুদ্ধে তারা সর্বদাই তাল ঠুকছে।

সম্প্রতি বঙ্গ বিজেপি তোলপাড় দলের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ‌্যায়ের একটি ফেসবুক পোস্ট ঘিরে। সেই ফেসবুক পোস্টে তিনি গর্জে উঠেছেন অধিকারীদের বিরুদ্ধে। এমনকী তা গড়িয়েছে দিল্লি পর্যন্ত। কেন্দ্রীয় নেতৃত্বে চাপে শেষে ফেসবুক পোস্ট মুছতে বাধ্য হয়েছেন বিদ্রোহী নেতা।

ফেসবুক পোস্টে তাঁর অভিযোগ ছিল বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারীর করা স্কুল সার্ভিস কমিশনে নিয়োগের সুপারিশ নিয়ে। এসএসসিতে চাকরির সুপারিশের তালিকার প্রথমেই ছিল বিজেপি নেতা দিব্যেন্দুর নাম। ছিল বিজেপি নেত্রী ভারতী ঘোষের নামও। জগন্নাথ চট্টোপাধ্যায় সেই পোস্টে প্রচ্ছন্ন হুমকি দেন এঁরা কেউ ছাড় পাবেন না। সরাসরি ভাইকে টার্গেট ভালো চোখে নেননি বিরোধী দলনেতা। বঙ্গ বিজেপির কঙ্কালসার অবস্থাটা বেরিয়ে পড়ে তারপরই। বঙ্গ বিজেপিতে যে এখন অনেক লবি বিরোধী দলনেতার বিরুদ্ধে সক্রিয়, তার প্রমাণ উঠে আসছে পরতে পরতে। বর্তমানে জগন্নাথের লবি গদ্দারের আধিপত্য খর্ব করার চেষ্টায় তৎপর হয়ে উঠতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক।

জগন্নাথের পোস্ট দেখে শনিবার দুপুরেই দিল্লিতে নালিশ করেন বিরোধী দলনেতা। এরপরই দিল্লির কেন্দ্রীয় নেতারা জগন্নাথকে পোস্টটি মুছে ফেলার নির্দেশ দেন। একই সঙ্গে বেরিয়ে আসে বিজেপির অন্তর্কোন্দলের হাল হকিকত। শুধু কি একা জগন্নাথ, বিজেপির রাজ‌্য সাধারণ সম্পাদকের পোস্টটি রিপোস্ট করে হিন্দু সংহতির সভাপতি শান্তনু সিনহাও প‌্যারাসুটে করে নামিয়ে আনা বিজেপি নেতাদের এক হাত নিয়েছেন। বুঝিয়ে দিয়েছেন নব্য বিজেপিদের কোনও জায়গা নেই, যতই তাঁরা কেন্দ্রীয় নেতৃত্বের আশীর্বাদ ধন্য হন।

আরও পড়ুন- বরাদ্দ ১৫ কোটি! ঢেলে সাজছে রাজ্যের ড্রাগ টেস্টিং ল্যাব

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...