Monday, November 10, 2025

হাইপ তুলে ‘মৃত্যুকুম্ভ’! মহাকুম্ভ ঘিরে মৃত্যু মিছিলে ডবল ইঞ্জিন সরকারকে তোপ মমতার

Date:

Share post:

মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে। রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে মহাকুম্ভ (Mahakumbh) নিয়ে একের পর এক দুর্ঘটনায় একযোগে কেন্দ্র ও উত্তরপ্রদেশ সরকারকে নিশানা বাংলার মুখ্যমন্ত্রীর। ডবল ইঞ্জিন (double engine) সরকার কোনও প্ল্যানিং না করার জন্য এত মৃত্যু হয়েছে, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বাংলার মানুষের প্রয়াগরাজে মৃত্যু ও হয়রানির পরে বিজেপি নেতাদের অযথা হাইপ তোলার প্রসঙ্গ তোলেন তিনি। সেই সঙ্গে তুলনা করেন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া গঙ্গাসাগর মেলার সঙ্গে।

মুখ্যমন্ত্রী মহাকুম্ভে (Mahakumbh) মহা বিপর্যয় প্রসঙ্গে এদিন বলেন, বলছে নাকি ৩০ জন মারা গিয়েছে? কত? হাজার হাজার। পবিত্র জল এখন বিষাক্ত হয়ে গিয়েছে। মৃতদেহ নিয়ে যারা হাইপ (hype) তুলছেন আর কোটি কোটি টাকা কামাচ্ছেন তাদের আমি ঘৃণা করি।

প্রয়াগরাজে মহাকুম্ভ নিয়ে যেভাবে প্রচার চালানো হয়েছে তার সমালোচনা করে মুখ্যমন্ত্রীর দাবি, এইসব সিরিয়াস বিষয় নিয়ে এত হাইপ (hype) তুলতে নেই। প্রপার প্ল্যানিং (proper planning) করতে হয়। মহাকুম্ভে (Mahakumbh) এত লোক মারা গেল। কটা কমিশন করেছেন?

দুর্ঘটনার দায় স্বীকার তো দূরের কথা, যোগী সরকার মৃতদের পরিবারকে যে হয়রানির দিকে ঠেলে দিয়েছে তা নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভ, আমার রাজ্যে যে ডেডবডি এসেছে, তাতে একটা ডেথ সার্টিফিকেট (death certificate) পর্যন্ত দেননি। শুধু একটা হ্যান্ড নোট (hand note)। এরপর তো বলবেন যে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে, যাতে ক্ষতিপূরণ দিতে না হয়।

কুম্ভমেলার অব্যবস্থা প্রসঙ্গে গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) দৃষ্টান্তও তুলে ধরেন তিনি। এপ্রসঙ্গে বলেন, আমরা গঙ্গাসাগর মেলার সময় কোনও ভিভিআইপিকে অ্যালাও করি না। আপনারা মহাকুম্ভের (Mahakumbh) জায়গাটা বিষাক্ত করেছেন। আপনারা ধর্ম বিক্রি করে দেশ ভাগ করছেন। আমরা ধর্ম বিক্রি করি না। ভিআইপিদের (VIP) জন্য ভো-ভো করতে করতে গরিবদের মারছেন। একইসঙ্গে তাঁর তোপ, কেএমডিএ সিরিয়াস ইস্যুতে লেবাররা মারা গেল। আপনারা কমিশন (commission) পাঠালেন। আর কুম্ভ নিয়ে আপনারা কটা কমিশন পাঠিয়েছেন?

spot_img

Related articles

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...