Monday, November 10, 2025

আরজি কর-কাণ্ডে প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের ওয়েবসাইট উধাও, তোপ তৃণমূলের

Date:

Share post:

আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে যে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছেন, সেই ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’ (ডব্লিউবিজেডিএফ)-এর ওয়েবসাইটটি হঠাৎ কাজ করা বন্ধ করে দিয়েছে!  এই খবর প্রকাশ্যে আসতেই সমালোচনায় সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। যদিও ডব্লিউবিজেডিএফ-এর তরফে এই ঘটনার ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করা হয়েছে।।ডব্লিউবিজেডিএফ-এর ওয়েবসাইট www.wbjdf.com আপাতত আর খুলছে না। এই ঘটনা সামনে আসতেই নানা মহলে প্রশ্ন উঠেছে, আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তাদের ওয়েবসাইটটি কি বন্ধ করে দিলেন?

এই ঘটনা পুলিশেরও নজর এড়ায়নি। এমনকী, তারা ইতিমধ্যেই এ নিয়ে খোঁজখবর করতে শুরু করেছে। এই প্রসঙ্গে চিকিৎসক অনিকেত বলেন, বিধাননগর পুলিশ একটি নোটিশ পাঠিয়ে জানতে চায়, কেন ওয়েবসাইট হঠাৎ বন্ধ করা হয়েছে? পুলিশকে সেই নোটিশের জবাবও দেওয়া হয়েছে। তাদের জানানো হয়েছে, আমাদের কাজ চলছে। টেকনিক্যাল টিম বিষয়টি দেখছে। মেরামতির কাজ চলছে। ওয়েবসাইট বন্ধ হয়নি।

ওয়েবসাইট বন্ধ হওয়া নিয়ে নির্দিষ্ট কয়েকটি প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।তিনি বলেন, নির্যাতিতার আবেগ ব্যবহার করে প্রচুর টাকা তুলেছিল জুনিয়র ডাক্তারদের সংগঠন। সেই টাকা গেল কোথায়? আইনজীবীরা বলছেন, তারা কেউ পয়সা নিয়ে মামলা লড়েননি। আবার অন্যদিকে বলা হচ্ছে, আইনি প্রক্রিয়ায় পয়সা খরচ হচ্ছে। দু’টো কী করে একসঙ্গে হতে পারে? তার আরও প্রশ্ন, কী করে ওঁদের অ্যাকাউন্ট থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অ্যাকাউন্টে টাকা গেল? এই প্রশ্ন যখন উঠছে, তখন দেখা গেল ওয়েবসাইট উধাও।

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...