শহরে নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানি, একদিনের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার কলকাতা পুলিশের 

খাস কলকাতায় (Kolkata) নাবালিকা স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। শেক্সপিয়র সরণি থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই ছাত্রীর পরিবার। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার যুবক। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)।

সোমবার স্কুল ছুটির পর নাবালিকা ছাত্রী একা বাড়ি ফেরার পথে শারীরিক হেনস্থার শিকার হন। কলকাতার অভিজাত এলাকায় অভিযুক্ত যুবক পড়ুয়ার সঙ্গে অভব্য আচরণ করেন বলে জানা গেছে। নাবালিকা পালাতে চাইলে নাছোড়বান্দা ওই যুবক ধাওয়া করে তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ছাত্রী বাড়ি ফিরে সব জানাতেই অভিভাবকরা থানায় অভিযোগ করেন। তদন্তে নেমে যুবককে চিহ্নিত করা হয়। পুলিশ জানতে পারে, অভিযুক্ত যুবক ওই এলাকাতেই মেকানিকের কাজ করেন। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।