১৯৮৪ সালের একটি জোড়া খুনের মামলায় দিল্লির প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমারের (Sajjan Kumar) ফাঁসির দাবিতে দিল্লি আদালতে সওয়াল সরকারি আইনজীবীর। সজ্জনের আইনজীবীরা দাবি উড়িয়ে পাল্টা পিটিশন জমা দিয়েছেন বলে খবর। আগামী বৃহস্পতিবার (২০ বৃহস্পতিবার) দুপক্ষের বক্তব্য শুনবে দিল্লির নিম্ন আদালত।

রাজধানীর (Delhi) সরস্বতীনগরে শিখ ধর্মাবলম্বী বাবা ও ছেলেকে খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন সজ্জন। ২০২১ সালের ১৬ ডিসেম্বর আদালত সজ্জনের বিরুদ্ধে খুনের চার্জ গঠন করা হয়। আইনজীবীরা জানিয়েছিলেন, ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরই বিরাট সংখ্যক উন্মত্ত জনতা শিখদের উপরে হামলা করে। যশবন্ত এবং তাঁর ছেলেকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন মৃতের স্ত্রী। তদন্তে সজ্জনের বিরুদ্ধে বহু তথ্য প্রমাণ পাওয়া যায়। খুনের ঘটনায় প্রাক্তন কংগ্রেস নেতা দোষী সাব্যস্ত হলেও ২১ ফেব্রুয়ারি বিচারক সাজা ঘোষণা করবেন বলে আদালত সূত্রে খবর। এর আগে দিল্লিতে শিখবিরোধী হিংসার একটি মামলায় ২০১৮ সালে দোষী সাব্যস্ত হয়ে তিহার জেলে যাবজ্জীবনের সাজা ভোগ করছেন প্রাক্তন কংগ্রেস নেতা। এবার খুনের মামলাতে ফের তাঁর যাবজ্জীবন হয় নাকি মৃত্যুদণ্ড, সেই দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

–

–

–

–

–

–

–

–

–
