Wednesday, November 12, 2025

মহাকুম্ভ নিয়ে ১৪৪ বছরের প্রচার মিথ্যা: মমতার বক্তব্যকেই সমর্থন শঙ্করাচার্যের

Date:

Share post:

রাজনীতিকদের ভাষা আলাদা হতে পারে। পুণ্যার্থীদের পুণ্যের আশা থাকাটাই স্বাভাবিক। তা সত্ত্বেও ১২ বছর ধরে জানা সত্ত্বেও কেন এত মৃত্যু মহাকুম্ভে (Mahakumbh)। প্রশ্ন তুলে কার্যত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee) সমর্থন জ্যোতির্মঠের শঙ্করাচার্য (Shankaracharya) স্বামী অভিমুক্তেশ্বরানন্দের। এমনকি কেন্দ্রের ও ডবল ইঞ্জিনের বিজেপি সরকার যে ১৪৪ বছরে একবার মহাকুম্ভ মেলা বলে প্রচার চালিয়েছে, তা মিথ্যা বলে দাবি করলেন তিনি। যেভাবে প্রচারের মাধ্যমে মানুষকে ডেকে এনে মৃত্যু মুখে ঠেলে দেওয়া ও মৃত্যুর পরে তা অস্বীকার করার যোগী সরকারের নীতিকে কড়া সমালোচনা শঙ্করাচার্যের। এই প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করতে পারবেন না বলেই দাবি শঙ্করাচার্যের।

রাজ্যের শাসকদলের পক্ষ থেকে বারবার তুলে ধরা হয়েছে যেভাবে মহাকুম্ভ নিয়ে ধর্মকে বিক্রি করে পকেট ভরছে বিজেপি, তার তীব্র প্রতিবাদ করা হচ্ছে। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, মুখ্যমন্ত্রী কোথাও তীর্থকে অসম্মান করেননি। তিনি বোঝাতে চেয়েছেন পরিকল্পনার অভাবে বিজেপি সরকার মহাকুম্ভকে মৃত্যুকুম্ভে (Mrityukumbh) পরিণত করেছে। শঙ্করাচার্যরাও একই কথা বলছেন। অখিলেশ যাদব (Akhilesh Yadav), দেশের বিভিন্ন প্রান্তের বরিষ্ঠ নেতারাও একই কথা বলছেন। বিজেপি নিজেদের ব্যর্থতা ঢাকতে এটাকে ধর্মীয় আঙ্গিকে নিয়ে যাচ্ছে।

বাস্তবে বাংলার মুখ্যমন্ত্রী যে বক্তব্য তুলে ধরতে চেয়েছেন তাকেই আরও স্পষ্ট করে দিলেন জ্যোতির্মঠের (Jyotirmath) শঙ্করাচার্য। তিনি দাবি করেন, মহাকুম্ভে যাওয়ার আমার নিজের অভিজ্ঞতা ও সংবাদ মাধ্যমে দেখা পরিস্থিতি থেকেই বলতে পারি পরিকল্পনারই অভাব। ৩০০ কিলোমিটার যানজট ছিল, যদি এটা অব্যবস্থাপনা না হয় তাহলে কী? মানুষকে তাদের মালপত্র নিয়ে ২৫-৩০ কিলোমিটার হেঁটে যেতে হয়েছে। স্নানের জন্য আসা জলে মিশে গিয়েছে মলমূত্রের জল। এবং বিজ্ঞানীরা এই জলকে স্নানের জন্য উপযুক্ত মনে করছেন না। তবুও আপনি কোটি কোটি মানুষকে সেই জলেই স্নান করতে বাধ্য করছেন।

ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশ সরকারের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন করে তিনি বলেন, তোমাদের দায়িত্ব ছিল হয় কয়েকদিনের জন্য নিকাশি নালা বন্ধ করে দেওয়া অথবা সেগুলোকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যাতে মানুষ স্নানের সময় বিশুদ্ধ জল পায়। ১২ বছর আগে জানতে যে ১২ বছর পরে মহাকুম্ভ (Mahakumbh) আসবে। তাহলে কেন তুমি এই ব্যাপারে কোন যথাযথ প্রস্তুতি নাওনি। যখন আগে থেকেই জানা ছিল যে এত মানুষ আসবে এবং জায়গা সীমিত, তখন তার জন্য যে পরিকল্পনা করা উচিত ছিল, তুমি সেই পরিকল্পনা করোনি।

কার্যত বাংলার মুখ্যমন্ত্রীর (Chief Minister) পথেই যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) আক্রমণ জ্যোতির্মঠের শঙ্করাচার্যের (Shankaracharya)। সেই সঙ্গে কেন্দ্রের ও উত্তরপ্রদেশের মিথ্যা প্রচারকেও আক্রমণ করতে ছাড়েননি তিনি। তাঁর স্পষ্ট অভিযোগ, মিথ্যা প্রচার করা হয়েছে। ১৪৪ বছর বলে যে প্রচার চালানো হয়েছে তা মিথ্যা। ভিড় নিয়ন্ত্রণ এবং আতিথেয়তার কোনও নীতি অনুসরণ করা হয়নি। এমনকি মানুষ মারা গেলে তাঁরা তা লুকানোর চেষ্টা করেছিল, যা ছিল একটি গুরুতর অপরাধ।

spot_img

Related articles

গুজবের মুখে ছাই, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সাতসকালেই বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র 

২৪ ঘণ্টা আগে এতক্ষণে ছড়িয়ে পড়েছিল তার মৃত্যুর খবর। কিন্তু বলিউডের 'হি ম্যান' রোগ, শারীরিক অসুস্থতার ভিলেনকে পরাজিত...

চিকিৎসায় মিলেছে সাড়া, প্রেম চোপড়ার শারীরিক অবস্থার উন্নতি 

ভারতীয় বিনোদন জগতের হি-ম্যান ধর্মেন্দ্রকে নিয়ে উদ্বেগের মধ্যেই বলিউডের আরেক বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়ার (Prem Chopra) শারীরিক অসুস্থতার...

দিল্লিকাণ্ডে অধরা ১০টি প্রশ্নের উত্তর, জবাব দিন স্বরাষ্ট্রমন্ত্রী

লালকেল্লার সামনে আই 20 গাড়ি বিস্ফোরণ দিল্লির বিজেপি শীর্ষ নেতৃত্বের সন্ত্রাস ধ্বংস করার ফাঁপা বেলুন চুপসে দিয়েছে। জবাব...

ভোররাতে নিজের বাড়িতে অজ্ঞান গোবিন্দা! দ্রুত ভর্তি করা হল হাসপাতালে

বুধের সকালে খবরের শিরোনামে বলিউড (Bollywood)। একদিকে যখন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ( Dharmendra) হাসপাতাল থেকে ছাড়া পেলেন তখন...