বেশ কয়েকদিন ধরেই শিরোনামে যুজবেন্দ্র চ্যাহাল এবং ধনশ্রী ভার্মার সম্পর্ক। জল্পনা চলছে বিবাহবিচ্ছেদ হতে চলেছে তাদের। আর সূত্রের খবর , খুব তাড়াতাড়ি বিবাহবিচ্ছেদ হতে চলেছে চ্যাহাল-ধনশ্রীর। জানা যাচ্ছে, তাঁদের আদালতে হাজিরা দিতে হবে। চ্যাহাল-ধনশ্রীকে চিঠি পাঠানো হয়েছে। মুম্বইয়ে বান্দ্রার ফ্যামিলি কোর্টে হাজিরা দিতে বলা হয়েছে।

সূত্রের খবর, এবার যুজবেন্দ্র চ্যাহাল এবং ধনশ্রীকে আদালতে হাজিরা দিতে হবে। তাঁদের চিঠি পাঠানো হয়েছে। মুম্বইয়ে বান্দ্রার ফ্যামিলি কোর্টে হাজিরা দিতে বলা হয়েছে চ্যাহলদের। মনে করা হচ্ছে সেখানেই তাঁদের হাতে বিবাহবিচ্ছেদের শংসাপত্র দেওয়া হতে পারে।

এদিকে বৃহস্পতিবার ইন্সটাগ্রামে চ্যাহাল লেখেন, “ঈশ্বর আমাকে কত বার রক্ষা করেছেন তা আমি গুণে শেষ করতে পারব না। আমি শুধু ভাবি, অজান্তে কত বার ঈশ্বর আমাকে রক্ষা করেছেন। সবসময় সহায় হওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।” পোস্ট করেছেন ধনশ্রীও। তিনি লেখেন, “চাপ মুক্তি। ঈশ্বর আমাদের চিন্তাকে কেমন আশীর্বাদে বদলে দেন। কী অদ্ভুত না? তুমি নয় চিন্তা করবে, নয় তো ঈশ্বরের উপর সব ছেড়ে দেবে। ঈশ্বরের উপর বিশ্বাস রাখলে তিনি সব ঠিক করে দেন।“

বেশ কয়েকদিন ধরেই শিরোনামে চ্যাহাল-ধনশ্রী। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম থেকে একে অপরকে আনফলো করেন দুজনে। নিজের প্রোফাইল থেকে ধনশ্রীর সব ছবি উড়িয়ে দেন চ্যাহাল।

আরও পড়ুন- জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু ভারতের, বাংলাদেশকে হারাল ৬ উইকেটে, ব্যাট হাতে দাপট গিলের

–

–

–

–

–

–

–
–