ডেভিড হেয়ারের ২৫০তম জন্মদিন পালন হেয়ার স্কুলের প্রাক্তনীদের

আঠারো শতকের অন্যতম স্কটিশ শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ডেভিড হেয়ার সাহেব এর ২৫০ তম জন্মদিন  শ্রদ্ধার সঙ্গে ২৩ ফেব্রুয়ারি সেই দিনটি ধুমধাম সহকারে পালন করল হেয়ার স্কুলের প্রাক্তনীরা।

এসপ্ল্যানেডের metro channel থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা লেনিন সরণি হয়ে কলেজ স্ট্রিট হয়ে স্কুল প্রাঙ্গনে ডেভিড হেয়ার-এর মূর্তির পাদদেশে শেষ হয়।

তার প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানানো হয় । এদিন সমাজ সংস্কারক হিসেবে তার যে অবদান , সে কথা তুলে ধরেন উপস্থিত বক্তারা।