Wednesday, November 5, 2025

বাংলাদেশে  আইনজীবীদের ভোটে আওয়ামী লিগের জয়জয়কার, কিসের ইঙ্গিত?

Date:

Share post:

বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল ৬টি পদ, জামায়াত-বিএনপি সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল’ ৫টি পদ ও বিএনপি সমর্থিত একক প্যানেল ‘আইনজীবী(lawyer) ঐক্য ফ্রন্ট’ প্রার্থীরা ২টি পদে নির্বাচিত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টায় প্রধান নির্বাচন কমিশনার, অ্যাডভোকেট তাহির জামিল চূড়ান্ত ফল ঘোষণা করেন। এর আগে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে এই ভোটগ্রহণ চলে। এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি নির্বাচনে তিনটি প্যানেলে একজন স্বতন্ত্রসহ মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটার ছিলেন ২২৪ জন এবং ভোট দেন ২০২ জন।

বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের ফল স্বাভাবিকভাবেই আলোড়ন তৈরি করেছে। জেলা আইনজীবী সমিতি নির্বাচনের ফলকে যথেষ্ট ইঙ্গিতবহ বলেই মনে করছে ওয়াকিবহালমহল। তাদের মত, এই নির্বাচনের ফল বাংলাদেশে(bangladesh) ক্ষমতায় থাকা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের কাছে মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়াবে। একাংশের ধারণা, বাংলাদেশের ইউনূস সরকারের হাওয়া বদলে যেতে পারে আগামীতে, এই ফলাফল তারই ইঙ্গিত। রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, এই নির্বাচনী ফলাফলের প্রভাব ভবিষ্যতে দেশের সাধারণ নির্বাচনেও দেখা যেতে পারে।

সম্প্রতি ভার্চুয়ালি শেখ হাসিনা বার্তা দিয়েছিলেন, পুলিশ বাহিনীর কর্মীদের হত্যা করা হয়েছে। প্রায় সাড়ে চারশো থানায় পুলিশদের ভিতরে রেখে হামলা চালানো হয়েছে। থানা লুঠ করেছে হামলাকারীরা। মহিলা পুলিশ অন্ত:সত্ত্বা কনস্টেবলদেরও ছাড়েনি এই ঘাতকরা। যারা মানুষের জীবন রক্ষা করার জন্য দিনরাত পরিশ্রম করে তাদের খুন করেছে এই ইউনূস সরকার। আমি দেশে ফিরব, আমাদের শহিদদের প্রতিশোধ নেব। তার এই বক্তব্যের পরই এই জয় বাংলাদেশের রাজ্য-রাজনীতিতে প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে। এখন সময়ই বলবে যে আদৌ এই নির্বাচনী ফলাফল আগামী নির্বাচনকে কতটা প্রভাবিত করতে সক্ষম হবে।

spot_img

Related articles

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...

অবাধে কাজ করছে BLO-রা, কমিশনের ব্যাখ্যার পরেও কুৎসা! জবাব তৃণমূলের

অতি দ্রুত এসআইআর প্রক্রিয়া শুরু। একাধিক সমস্যার মধ্যেও সক্রিয়ভাবে যোগদান বিএলও-দের। বাড়ি বাড়ি ফর্ম ফিলাপের (form fill up)...

মদনমোহন মন্দিরে রাস উৎসবের সূচনা, ভক্তদের ভিড়ে মুখর কোচবিহার

রাজআমলের প্রথা মেনে কোচবিহারের মদনমোহন মন্দিরে শুরু হল রাস উৎসব। এদিন সন্ধ্যায় দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি ও কোচবিহারের...

বিজেপির এসআইআর ষড়যন্ত্র: ব্য়র্থ করে দিতে স্লোগান মুখ্যমন্ত্রীর

বাংলায় হালে পানি পাচ্ছে না বিজেপি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির ‘আবকি বার ৪০০ পারে’র প্রচার মুখ থুবড়ে পড়েছে।...