বিষ্ণুপুরে মার্লিন গ্রুপের চক্ষু চিকিৎসা শিবিরে ২৭৫ জনের চক্ষু পরীক্ষা

মার্লিন গ্রুপ বিষ্ণুপুরে এমনই একটি শিবিরের আয়োজন করেছিল।

বহু স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব, প্রতিষ্ঠান চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করেন। এই শিবিরগুলিতে শুধুমাত্র চক্ষু পরীক্ষাই নয়, বিনামূল্যে চশমাও দেওয়া হয়। এরই পাশাপাশি, থাকে ছানি অপারেশনের ব্যবস্থাও। এই শিবিরগুলি থেকে মূলত দরিদ্র মানুষ উপকৃত হন। বহু চোখের হাসপাতাল এই শিবিরগুলি আয়োজন করতে সাহায্য করেন।

মার্লিন গ্রুপ বিষ্ণুপুরে এমনই একটি শিবিরের আয়োজন করেছিল। যেখানে ৪০০ গ্রামবাসীর চক্ষু চিকিৎসা ব্যবস্থা করা হয়েছিল। চলতি সপ্তাহে তাদের সিএসআর প্রচেষ্টার অংশ হিসাবে, মার্লিন গ্রুপ রোটারি মহানগর নেত্রালয়ের সহযোগিতায় একটি শিবিরের আয়োজন করেছিল। সংস্থা জানিয়েছে,  ২৭৫-এরও বেশি গ্রামবাসীকে প্রেসক্রিপশন অনুায়ী চশমা দেওয়া হয়েছে এবং কয়েকজনের অস্ত্রোপচারের দায়িত্ব নেওয়া হয়েছে। এই সমগ্র শিবিরটি পরিচালনা করেছেন মার্লিন গ্রুপের ডিরেক্টর সীমা মোহতা। গত চার বছর ধরে তিনি এই বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির আয়োজন করে চলেছেন এবং গ্রামবাসীদের চশমা দিয়ে তাদের পর্যাপ্ত চিকিৎসার দায়িত্ব নিয়ে পাশে রয়েছেন। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরা।