‘দোষী’ রাজনীতিকরা ভোটে দাঁড়াবেন কি? রিপোর্ট কেন্দ্রের

দোষী রাজনীতিকদের পক্ষে সুপ্রিম কোর্টে সওয়াল করল কেন্দ্র। নরেন্দ্র মোদির সরকার সুপ্রিম কোর্টে রীতিমতো হলফনামা দিয়ে জানাল, কোনও মামলায় দোষী সব্যস্ত রাজনীতিকদের চিরতরে ভোটে দাঁড়ানোর অধিকার কেড়ে নেওয়া আসলে নিষ্ঠুরতা।

এব্যাপারে একটি মামলার প্রেক্ষিতেই এই মতামত কেন্দ্রের। অশ্বিনী উপাধ্যায় নামে এক আইনজীবী মামলাটি দায়ের করেন শীর্ষ আদালতে। তাঁর আর্জি, দোষী সব্যস্ত হওয়া রাজনীতিকদের ভোটে দাঁড়ানোর অধিকার সারাজীবনের জন্য কেড়ে নেওয়া হোক। বিভিন্ন সাংসদ এবং বিধায়কদের বিরুদ্ধে যে ফৌজদারী মামলাগুলো চলছে সেগুলোরও দ্রুত নিস্পত্তির আর্জি জানান তিনি। এর প্রেক্ষিতেই কেন্দ্রের বক্তব্য জানতে চায় সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ। তবে কেন্দ্রের বক্তব্য, এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে একমাত্র সংসদই।

লক্ষণীয়, চলতি আইনে কোনও মামলায় দোষী সব্যস্ত হয়ে কোনও সাংসদ বা বিধায়কের দুবছর বা তার বেশি কারাদণ্ড হলে তখনই তাঁর সাংসদ বা বিধায়কপদ খারিজ হয়ে যাবে। কারাবাস শেষেও ৬ বছর আর ভোটে লড়তে পারবেন না ওই ব্যক্তি।

আরও পড়ুন- একক দক্ষতায় মেসি বৌলির গোল, আইএসএলে প্রথমবার জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_