Thursday, January 15, 2026

২৬-এর ভোটের আগে ৪ শপথ, বিজেপি-সহ বিরোধীদের জামানত জব্দ করার বার্তা তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

বিধানসভায় জয়ের হ্যাটট্রিক হয়েছে তৃণমূলের। চতুর্থবারও সরকার গড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বার্তা দিতেই বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামের মেগা সভা। আর সেখানে ৪ শপথের কথা জানালেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, ২০২৬-এ আরও জোরে ‘খেলা হবে’। ভোটার তালিকায় নজর, এলাকায় নজরদারি, BJP-কে জামানত জব্দ করা, নিবীড় জনসংযোগ– এই চার বিষয়ের উপর জোর দিতে বলেছেন তৃণমূল সভানেত্রী।

এদিনের মেগাসভায় প্রথমেই ভোটার তালিকায় নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন মমতা। তাঁর অভিযোগ, দিল্লির নির্বাচন কমিশনের দফতরেই এই কারচুপি করা হচ্ছে। তৃণমূল সভানেত্রীর বলেন, “অনেকের নাম ঢুকিয়েছে। কোথাও হরিয়ানা কোথাও গুজরাটের ভোটারদের নাম ঢুকিয়েছে। রাজ্যে ভোট হবে, আর ভোট দেবেন বাইরের রাজ্যের ভোটাররা? ভোটার তালিকা পরিষ্কার করতেই হবে।”

সব সময়ই নিবীড় জনসংযোগের উপর জোর দেন তৃণমূল সভানেত্রী। এদিনই মঞ্চ থেকে সেই বার্তাই দিয়েছেন নেত্রী।  সংগঠন আরও শক্তিশালী করতে দলীয় কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো।

এলাকায় নজরদারি বার্তা দেন মমতা। বলেন, এলাকায় কে আসছে, না আসছে নজর রাখতে হবে দলীয় কর্মীদের। অঞ্চলে যেন কোনও অনভিপ্রেত ঘটনা না ঘটে, সেদিকেই নজর রাখতে হবে- বার্তা দলনেত্রীর।

একই সঙ্গে সব বিষয়ে যে তিনি নজর রাখছেন, তাও জানান মমতা। বলেন, “মানুষ কাকে ভাল বলছে, কাকে খারাপ বলছে সব খবর রাখি।“ তাঁর কথায়, ভাল কাজের গুরুত্ব রয়েছে দলে, বুঝিয়ে দিলেন তাও। পদে থেকে কাজ করতে হবে মানুষের জন্য। অন্যথায় হারাতে পারেন পদও, ভোটের আগে সতর্ক করলেন সেই বিষয়েও।

২৬-এর ভোটে বিজেপিকে ধুলিসাৎ করার বার্তা দেন তৃণমূল সভানেত্রী। বলেন, “এই ভোট বিজেপি সিপিএম-এর জামানত জব্দ করার ভোট।“ বিজেপিকে ‘গেরুয়া কমরেড’ বলে কটাক্ষ করে মমতা বলেন, “দুর্গাপুজোয় ক’দিন ছুটি দেয় আপনাদের সরকার? ছট পুজোয় ক’দিন ছুটি দেয়?“ সব এ বরাতের ছুটি নিয়ে বিজেপির অপপ্রচারেরও জবাব দেন মমতা। বলেন, “ওরা বলে দিল মমতা বন্দ্যোপাধ্যায় সবেবরাতে দুদিন ছুটি দিয়েছে। উনি কমিউনাল। আমি দুদিন ছুটি দিয়েছিলাম কারণ একটা সবেবরাত আর একটা পঞ্চানন বর্মার জন্মদিন বলে। পঞ্চানন বর্মার জন্মদিন মনে রাখবেনা আর রাজবংশী ভোট চাইবেন?“
আরও খবর: তালিকায় ভূতুড়ে ভোটার: তথ্য দিয়ে বিস্ফোরক অভিযোগ মমতার, নজরদারিতে গড়লেন কমিটি

দলীয় কর্মীদের উদ্দেশে তৃণমূল সভানেত্রীর বার্তা, “আগামী বিধানসভা ভোটে ২১৫টা আসন পেতেই হবে। অভিষেক ঠিকই বলেছে। আসন আরও বেশি পাওয়ার চেষ্টা করতে হবে। ২১৫টা আসনের কম কোনও মতেই নয়। এ বিজেপি, কংগ্রেস, সিপিএমের জামানত জব্দ করার পালা।“

spot_img

Related articles

আবার নন্দীগ্রামে সেবাশ্রয় হবে, পারলে আটকে দেখাক: চ্যালেঞ্জ অভিষেকের, প্রথমদিনেই বিপুল সাড়া

ডায়মন্ড হারবার লোকসভাকেন্দ্রের গণ্ডী ছাড়িয়ে সেবাশ্রয় (Sevashray) শিবির শুরু হল নন্দীগ্রামে। বৃহস্পতিবার, প্রথমে নন্দীগ্রাম ২ ও পরে নন্দীগ্রাম...

সন্ন্যাসীদেরই অবজ্ঞা-অপমান বিজেপির, গর্জে উঠল তৃণমূল

শুধু মুখে হিন্দুত্বের বুলি আর রাম-নাম। আর পদে পদে সনাতনী আধ্যাত্মিক চেতনাকে চরম আঘাত। এসআইআরের নামে এবার কি...

ফের এসআইআরের চাপে যাদবপুরে অস্বাভাবিক মৃত্যু বিএলও’র

এসআইআরের (SIR Deaths) চাপে মৃত্যুমিছিল! এসআইআর নিয়ে মানুষের হয়রানির মাঝেই এবার পূর্ব যাদবপুরের মুকুন্দপুর এলাকায় এক বিএলওর অস্বাভাবিক...

একাধিক অবৈধ সম্পর্কে জড়িয়েছেন মেরি! প্রাক্তন স্বামীর বিস্ফোরক অভিযোগ

বিবাহ বিচ্ছেদ ঘটে গেলেও নতুন করে তিক্ততা শুরু হয়েছে মেরি কম(Mery Kom) এবং তাঁর প্রাক্তন স্বামী কারুং অনলারের...