Saturday, November 22, 2025

রানি শিরোমণিকে সিলেবাসে অন্তর্ভুক্তির বিষয়ে মানস-কুণালের প্রস্তাব মুখ্যমন্ত্রীকে জানাবেন: ব্রাত্য

Date:

Share post:

রানি শিরোমণিকে পাঠ্য সিলেবাসের অন্তর্ভুক্তি যাতে করা যায়, সে বিষয়ে মুখ্যমন্ত্রীকে জানাবেন। তাঁর সঙ্গে কথা বলে সিলেবাস কমিটির কাছে পাঠাবেন। শুক্রবার, শালবনী নেতাজি স্টেডিয়ামে ৪০ তম রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনায় একথা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রাত্য বসু। ছিলেন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি গৌতম পাল, মন্ত্রী মানস ভুঁইয়া (Manas Bhuiya), শিউলি সাহা, শ্রীকান্ত মাহাত ও জেলাশাসক খুরশেদ আলি কাদরি, পুলিশ সুপার ধৃতিমান সরকার-সহ প্রাথমিক শিক্ষা সংসদের বিভিন্ন আধিকারিক ও বিধায়করা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রাথমিক স্তরে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে রাজ্য স্তরের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।

এদিন, ব্রাত্য বসু (Bratya Basu) বলেন, রানি শিরোমণিকে পাঠ্য সিলেবাসের অন্তর্ভুক্তি যাতে করা যায়, সে বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সিলেবাস কমিটির কাছে পাঠাব। এ বিষয়ে আমাকে সবং-এর বিধায়ক তথা মন্ত্রী মানস ভুঁইয়াও বেশ কয়েকবার আবেদন জানিয়েছেন। সেই সঙ্গে আমার দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও (Kunal Ghosh) বিষয়টি বেশ কয়েকবার উপস্থাপন করেছিলেন। আমি সর্বতোভাবে চেষ্টা করব যাতে মেদিনীপুর শহরের উপকণ্ঠে অবস্থিত চুয়াড় বিদ্রোহের সূচনাকালে রানি শিরোমণির গড়কে বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা যায়।

ব্রাত্য কথায়, আগের থেকে জঙ্গলমহলের পরিবেশ অনেকটাই ভালো হয়েছে। এখান থেকে অনেকে ফুটবলে চান্স পেয়ে কলকাতা এবং দেশের হয়ে খেলছে। আমরা চাইব জঙ্গলমহল এলাকার থেকে আগামী দিনে আরও খেলোয়াড় রাজ্যস্তরে উঠে আসবে।

মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, জঙ্গলমহলে আগের থেকে অনেক খেলাধুলোর মান উন্নয়ন ঘটেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি স্টেডিয়াম তৈরি করে দিয়েছেন। পাশাপাশি যুব দফতরের পক্ষ থেকেও বিশেষ ফান্ড দিয়ে অনেক বিদ্যালয়ে বিদ্যালয়ে ইনডোর স্টেডিয়ামও তৈরি করা হয়েছে।
আরও খবরডিভোর্স মামলায় স্বস্তি মিলল না রত্নার, আলিপুর আদালতকে দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাই কোর্টের

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কলকাতার নেতাজি ইনডোরে দলীয় কর্মিসভার পর ভোটার লিস্ট পরিষ্কারের কমিটিতে ব্রাত্য বসুকে দায়িত্ব দেওয়া নিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী যেকোনও সময় যে দায়িত্ব দেবে আমরা তা মাথা নত করে মেনে নেব। যদি বলেন পার্টি অফিস ঝাঁট দিতে তাই করব। সেই সঙ্গে তিনি বলেন, মানস দাও হয়তো সেটাই করবেন।

spot_img

Related articles

ফের মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা! প্রায় ঘণ্টাখানেক ব্যাহত পরিষেবা

সাতদিনে দ্বিতীয়বার। মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে (Metro Station) ডাউন লাইনে (Down Line) ফের ঝাঁপ। ৪৫ মিনিট মেট্রো পরিষেবা...

শিল্পতালুকে দূষণ নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ রাজ্য সরকারের, বসছে বিশেষ মনিটরিং ইউনিট

রাজ্যের শিল্পতালুকগুলিতে (Industrial Area) দূষণ নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিতে চলেছে । রাজ্য শিল্প উন্নয়ন নিগমের উদ্যোগে শিল্পপার্কগুলিতে প্রথমবার...

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা: মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা

গত প্রায় এক সপ্তাহ ধরে বঙ্গোপসাগরের উপর নিম্নচাপের মেঘ জমেছে। যার জেরে ইতিমধ্যেই বাংলায় ঢুকে পড়েছে প্রচুর পরিমাণ...

হেডের বিধ্বংসী ব্যাটিংয়ে ধূলিসাৎ ব্রিটিশদের বাজবল, ইডেনকেও ছাপিয়ে গেল পারথ

কয়েকদিন আগেই ইডেনে আড়াই দিনে টেস্ট ম্যাচের ফয়সালা হওয়া নিয়ে অনেক কথা হয়েছিল। কিন্তু ডনের দেশে টেস্ট শেষ...