সিবিআই (CBI)তদন্তে ক্ষোভ প্রকাশ করে দিল্লিতে কেন্দ্রীয় এজেন্সির ডিরেক্টরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আরজি কর হাসপাতালের (RG Kar Medical College & Hospital) নিহত চিকিৎসকের মা- বাবা। কিন্তু CBI-এর আশ্বাসে খুশি নন তাঁরা। এবার রাষ্ট্রপতির সঙ্গেও দেখা হল না। সাড়া মিলল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)থেকেও। ক্ষোভ উগড়ে দিল মৃতার পরিবার।

মেয়ের সুবিচারের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে চেয়ে অভয়ার পরিবার লিখিত আবেদন জানিয়েছিল। কিন্তু সাড়া মেলেনি। এবার রাষ্ট্রপতির অফিস থেকেও জানানো হল সময়ের অভাবে দ্রৌপদী মুর্মু অভয়ার পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন না। জবাবি ইমেইল পেয়ে মৃতার বাবা জানান, “আমি ভারতের একজন নাগরিক, কিন্তু রাষ্ট্রপতি সেটা মনে করেননি। তাই দেখা করতে চাননি। এতেই খারাপ লেগেছে।” এর আগে সিবিআই দফতর থেকে বেরিয়ে অভয়ার পরিবার জানিয়েছে, আর কয়েকদিন তাঁরা কেন্দ্রীয় এজেন্সির তদন্তের গতিবিধি দেখবেন। যদি সদর্থক কিছু না হয় তাহলে তাঁরা ধর্নায় বসার ভাবনা চিন্তাও করছেন।

–

–

–

–

–

–

–

–

–
