Saturday, January 10, 2026

‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সুবিধা’ , সমালোচকদের ধুয়ে দিলেন গাভাস্কর

Date:

Share post:

ভারত নাকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাড়তি সুবিধা পাচ্ছে। এমনটাই অভিযোগ ইংল্যান্ডের দুই প্রাক্তন ক্রিকেটার মাইকেল আথার্টন এবং নাসির হুসেনের। তাদের মতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান আয়োজক হলেও, সুবিধা পাচ্ছে টিম ইন্ডিয়া। আর এবার এই দুই ক্রিকেটারকে ধুয়ে দিলেবন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। বললেন, ভারতের টাকাতেই তো বেতন পান, সংসার তো চলে সেই টাকাতেই। এর আগে এই নিয়ে মুখ খুলেছিলেন ভারতের আরেক প্রাক্তন ক্রিকেটার দীলিপ বেঙ্গসরকার।

এই নিয়ে গাভাস্কর বলেন, “ এই বিষয়ে কিছু বলতেও ইচ্ছা করছে না। ওরা বুঝছে না ভারত খেলার মান, প্রতিভা এবং সর্বোপরি ক্রিকেট থেকে রোজগারের দিক থেকে সকলের আগে। টেলিভিশন ও অন্য স্বত্ব থেকে ভারত যা আয় করে তা দিয়ে গোটা বিশ্বের ক্রিকেট চলে। ওদের বেতনটাও সেখান থেকেই আসে। ভারতের টাকাতেই ওদের সংসার চলে। আর ওরাই ভারতের গায়ে কালি দেওয়ার চেষ্টা করে।“ এখানেই না থেমে গাভাস্কর আরও বলেন, “ ওদের নিজের দেশের ক্রিকেট নিয়ে ভাবা উচিত। ইংল্যান্ড কেন সেমিফাইনালে উঠতে পারল না। কেন এত খারাপ ক্রিকেট খেলছে? নিজের বাড়ির উঠোনের দিকে না তাকিয়ে ওরা ভারতকে নিয়ে প়ড়ে আছে। এতে ওদের দেশের ক্রিকেটেরই ক্ষতি হচ্ছে।“

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। কিন্তু নিরাপত্তার কারণে পাকিস্তানে খেলতে যায়নি ভারত। টিম ইন্ডিয়া তাদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। আর এতেই নাকি সুবিধা ভারতের। নাসির হুসেনের কথায়, “ভারত একটা মাঠেই খেলছে। যার অর্থ ওদের একটা মাঠের পরিস্থিতির উপরই মনোনিবেশ করতে হচ্ছে। ওদের এক মাঠ থেকে আলাদা মাঠে জার্নিটাও করতে হচ্ছে না।” একই সুরে সুর মিলিয়ে মাইকেল আথার্টনও বলেন, “আলাদা আলাদা ম্যাচে আলাদা আলাদা প্রথম একাদশ নিয়ে ভাবতে হচ্ছে না। ভারত তো এটাও জানে ওরা কোথায় সেমিফাইনাল খেলবে। কোথায় ফাইনাল খেলবে। এতা সত্যিই অন্যায় সুবিধা।“

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের সামনে কে ? কী বলছে সমীকরণ ?

spot_img

Related articles

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...