বাংলার বাড়ি: ৩১ এ মার্চের মধ্যে নির্ধারিত কাজ শেষ করার নির্দেশ রাজ্যের

বাংলার বাড়ি প্রকল্পের আওতায় গৃহ নির্মাণের চলতি আর্থিক বছরের লক্ষ্যমাত্রা যথাযথ ভাবে সম্পন্ন করতে রাজ্য সরকার জেলাগুলিকে কঠোর নির্দেশ দিয়েছে। বেশ কিছু জেলায় ওই প্রকল্পে ধীরগতি দেখা গিয়েছে। সেই জেলা গুলিকে ৩১ এ মার্চের মধ্যে নির্ধারিত কাজ শেষ করতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর নির্দেশ দিয়েছে।

দফতরের সাম্প্রতিক মূল্যায়ন রিপোর্ট অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের ২১ টি জেলায় ২ লক্ষ ৮০ হাজার ২১৫ টি বাড়ির নির্মাণকাজ শুরু হয়েছে। এরমধ্যে ৫০ হাজার ৪৪৩ টি বাড়ি লিন্টেল পর্যন্ত তৈরি হয়েছে। তবে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা পাওয়া ১২ লক্ষ উপভোক্তার মধ্যে ৩২ হাজার ৯৮০ জনের বাড়ির নির্মাণ এখনও শুরু হয়নি, যা মোট লক্ষ্যমাত্রার ১০.৫ শতাংশ। চলতি অর্থ বর্ষের মধ্যেই যাতে ১০০ শতাংশ উপভোক্তার বাড়ি তৈরির কাজ শুরু হয়ে যায় তা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, বাংলার বাড়ির নির্মাণে মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও মালদা জেলাগুলিতে গৃহ নির্মাণের কাজ ধীরগতিতে চলছে । পাশাপাশি, নির্মাণকাজের তদারকি ও পরিদর্শনের সংখ্যাও কম। এই পরিস্থিতিতে জেলাগুলিকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে ।অন্যদিকে জলপাইগুড়ি, হাওড়া এবং পূর্ব বর্ধমানের অগ্রগতি সন্তোষজনক । এই তিন জেলায়৫ শতাংশেরও কম বাড়ির নির্মাণ বাকি ।

রিপোর্ট অনুযায়ী, ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ অভিযোগ গ্রহণ কেন্দ্রের মাধ্যমে প্রায় ১২ লক্ষ সুবিধাপ্রাপককে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে ১ লক্ষ নতুন অন্তর্ভুক্ত । ক্ষতিগ্রস্ত বাড়িগুলির সমীক্ষার পর প্রত্যেক উপভোক্তাকে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়া হয়েছে। রাজ্য সরকার নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করতে জেলাশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে । লক্ষ্যপূরণে পিছিয়ে থাকা জেলাগুলিতে বাড়তি নজরদারি চালানো হবে বলে প্রশাসন জানিয়েছে ।

আরও পড়ুন- বাংলার ভোটার তালিকায় বিজেপি শাসিত গুজরাট ও হরিয়ানার ৬১১ ভোটার!

_

 

_

 

_

 

_

 

_

 

_