Saturday, August 23, 2025

বিরাটের ৩০০ তম ম্যাচে মাঠে অনুষ্কা, কোহলির আউট দেখে মাথায় হাত বিরাট-পত্নীর

Date:

Share post:

আজ চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়মরক্ষার ম্যাচে নেমেছে ভারত-নিউজিল্যান্ড। এই ম্যাচে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে ছিলেন বিরাট কোহলি। রবিবার নিউজল্যান্ডের বিরুদ্ধে ৩০০ তম একদিনের ম্যাচ খেলতে নেমেছেন তিনি। যেই ম্যাচ দেখতে দুবাই এসেছিলেন বিরাট-পত্নী অনুষ্কা শর্মা। তবে ম্যাচ দেখতে এসে হতাশ অনুষ্কা শর্মা। নিজের বিশেষ ম্যাচে মাত্র ১১ রানে আউট হন কোহলি। যা দেখে মাথায় হাত অনুষ্কা শর্মার। যেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩০০তম আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলতে নামেন বিরাট। স্বামীর নজির গড়ার ম্যাচে সাক্ষী থাকতে দুবাইয়ে পৌঁছে যান স্ত্রী অনুষ্কা শর্মাও। কেবল ৩০০ একদিনের ম্যাচে খেলাই নয়, বেশ কয়েকটি রেকর্ডও ভাঙার সুযোগ ছিল কোহলির সামনে। কিন্তু তা হল না।

রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরুটা ভাল হয়নি ভারতের। শুভমন গিল এবং রোহিত শর্মা আউট হওয়ার পর ধুঁকতে থাকা ভারতের ইনিংস বাঁচানোর দায়িত্ব ছিল কোহলির কাঁধে। কিন্তু গ্লেন ফিলিপস সেই স্বপ্ন ভেঙে দেন । দুবাই স্টেডিয়ামে সপ্তম ওভারটি করছিলেন ম্যাট হেনরি। চতুর্থ বলটি অফ স্টাম্পের বাইরে ছিল। কোহলি সপাটে ব্যাট চালান। গ্লেন ফিলিপস পয়েন্টে ফিল্ডিং করছিলেন তিনি। তাঁর ডান দিকে বল ছিল। বল লক্ষ্য করে হাত বাড়িয়ে লাফ মারেন গ্লেন ফিলিপস । বল তালুবন্দি করার সময় তাঁর পা মাটি ছেড়ে উঠছে। প্রায় হাওয়ায় ভাসিয়ে দিলেন শরীর। বলটি ধরলেন তার থেকে একটু পিছনে। আর এই দেখে অবাক হয়ে যান অনুষ্কা। তিনি বলে ওঠেন, “হায় ভগবান!”

চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়মরক্ষার ম্যাচে আজ মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। সেই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান ভারতের। ব্যাট হাতে দাপট শ্রেয়স আইয়রের। ৭৯ রান করেন তিনি। ৪২ রান অক্ষর প্যাটেলের। তবে এদিন রান পেলেন না রোহিত শর্মা, শুভমন গিল , বিরাট কোহলিরা। কিউইদের হয়ে ৫ উইকেট ম্যাট হেনরির।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি, কিউইদের বিরুদ্ধে ব্যাট হাতে দাপট শ্রেয়সের, প্রথমে ব্যাট করে ভারতের ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান

spot_img

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...