চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়মরক্ষার ম্যাচে আজ মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। সেই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান ভারতের। ব্যাট হাতে দাপট শ্রেয়স আইয়রের। ৭৯ রান করেন তিনি। ৪২ রান অক্ষর প্যাটেলের। তবে এদিন রান পেলেন না রোহিত শর্মা, শুভমন গিল , বিরাট কোহলিরা। কিউইদের হয়ে ৫ উইকেট ম্যাট হেনরির।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় কিউইরা। প্রথমে ব্যাট করতে নেমে একের পর এক ধাক্কা খায় টিম ইন্ডিয়া । ২ রানে আউট হন ভারতের সহ-অধিনায়ক শুভমন গিল। ১৫ রানে আউট হন রোহিত শর্মা। ১১ রান করেন বিরাট কোহলি। এরপর টিম ইন্ডিয়ার রানের সংখ্যা এগিয়ে নিয়ে যান শ্রেয়স আইয়র এবং অক্ষর প্যাটেল। ৭৯ রান করেন শ্রেয়স। ৪২ রান করেন অক্ষর। ৪৫ রান করেন হার্দিক পান্ডিয়া। ২৩ রান করেন কে এল রাহুল। ১৬ রান করেন রবিন্দ্র জাদেজা। নিউজিল্যান্ডের হয়ে ৫ উইকেট ম্যাট হেনরির। একটি করে উইকেট কীলি জেমিসন, উইলিয়াম , মিচেল স্টানার এবং রচিন রবিন্দ্রর।

আরও পড়ুন- কেরললে হারিয়ে রঞ্জিট্রফি চ্যাম্পিয়ন বিদর্ভ, ব্যাট হাতে দাপট করুণ নায়ারের

–

–

–

–

–

–

–

–

–