বিএফসির সঙ্গে ড্র, আইএসএল-এর প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেল লাল-হলুদ

ছবি : দেবস্মিত মুখোপাধ্যায়

অবশেষে ২০২৪-২৫ আইএসএল থেকে স্বপ্ন শেষ ইস্টবেঙ্গল এফসির। এদিন ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করতেই প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেল লাল-হলুদ। শুরুতে মেসি বাউলির গোলে এগিয়ে ছিল অস্কার ব্রুজোর দল। তবে শেষ মুহুর্তে সুনীল ছেত্রীর পেনাল্টি থেকে করা গোলেই সমতা ফেরায় বিএফসি। তবে এদিন একাধিক গোলের সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গল। না হলে ম্যাচে তিন পয়েন্ট মাঠ ছাড়তে পারত অস্কারের দল।‘

ম্যাচে এদিন শুরু থেকেই দাপট দেখায় লাল-হলুদ। ম্যাচের ১০ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন পি ভি বিষ্ণু। দিয়ামান্তোকোসের শট ঠেলতে ব্যর্থ হন তিনি। যদিও এরপরই ১-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ম্যাচের ১১ মিনিটে লাল-হলুদকে এগিয়ে দেন মেসি। বেঙ্গালুরু বক্সের মাথায় ক্রেসপো পরে গিয়েও পাশ বাড়িয়ে দেন মেসিকে। বাঁ পায়ের মাটি ঘেঁষা শটে গোল করতে ভুল করেননি লাল-হলুদের নতুন বিদেশি। ম্যাচের ২৭ মিনিটে আবার সহজ সুযোগ নষ্ট করেন বিষ্ণু। ফের ফাঁকা গোলে বল ঠেলতে পারেননি তিনি। এরপর আক্রমণে গেলেও প্রথমার্ধে গোলের ব্যবধান বাড়াতে পারেনি অস্কারের দল। তবে এরই মধ্যে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখেন দিয়ামান্তোকোস।

ম্যাচের দ্বিতীয়ার্ধে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই । ম্যাচে সৌভিকের একটি দূরপাল্লার শট বাঁচান বিএফসি গোলরক্ষক গুরপ্রীত। আবের গোলকিপারকে একা পেয়েও জালে বল জড়াতে পারেননি পরিবর্ত নামা জিকসন সিং। এরই মধ্যে ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় বেঙ্গালুরু। নিশু কুমারের হাতে বল লাগায় পেনাল্টি পায় বিএফসি। আর সুযোগকে কাজে লাগাতে একেবারেই ভুল করেননি সুনীল ছেত্রী। শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল দাঁড়ায় ১-১। এই ড্র এর ফলে ২৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল লাল-হলুদ।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি, বল হাতে দাপট বরুণ চক্রবর্তীর, নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারাল ভারত