কোনও ব্যক্তিকে ‘পাকিস্তানি’ বা ‘মিয়াঁ-টিয়া’ সম্মোধন অত্যন্ত কুরুচির পরিচয় দেয়। কিন্তু এটি ধর্মীয়ভাবে বেইজ্জত করার মতো অপরাধ (offence) নয়, মত সুপ্রিম কোর্টের (Supreme Court)। ঝাড়খণ্ডের একটি ধর্মীয় অসম্মানের অভিযোগের মামলায় সম্বোধনকারীর বিরুদ্ধে দেওয়া ঝাড়খন্ড হাইকোর্টের (Jharkhand High Court) রায়কে নাকচ করে দেয় সুপ্রিম কোর্ট।

ঝাড়খণ্ডের (Jharkhand) এক উর্দু অনুবাদক তথা আরটিআই (RTI) দপ্তরের কেরানিকে হেনস্থা করতে ‘মিয়াঁ-টিয়া’ এবং ‘পাকিস্তানি’ বলে সম্বোধন করার অভিযোগ ছিল হরিনন্দন সিং নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগকারীর দাবি এই সম্বোধনে তাঁর ধর্মীয় মর্যাদায় আঘাত করা হয়েছে। ঝাড়খন্ড হাইকোর্ট হরিনন্দনকে দোষী সাব্যস্ত করলে তিনি সুপ্রিম কোর্টের দারস্থ হন।

এই মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি বি ভি নাগরত্না ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, এই ধরনের উক্তি কুরুচির (poor taste) পরিচয় দেয়। কিন্তু এটা কোনোভাবেই অপরাধ নয়।

–
–

–

–

–

–

–

–
