নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। এবার ঘটনাস্থল টালিগঞ্জ।সাত বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য এলাকায়। ইতিমধ্যেই নির্যাতিতার পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আটক করা হয়েছে এক যুবককে। সেও এলাকারই বাসিন্দা বলে জানা গিয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ।অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব হয়েছে পরিবারের সদস্যরা।

নির্যাতিতার মা বলছেন, আমি কাল রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটা জানতে পারি। ওর প্যান্টে রক্তের দাগ লেগেছিল। গোপনাঙ্গ দিয়ে রক্ত বের হচ্ছিল। মেয়ে তো বলছে এই প্রথম নয়, একমাস আগেও ওর উপর নির্যাতন হয়েছে। কাল বাড়িতে ছেলেটা কখন ঢুকেছিল বোঝা যায়নি। মেয়ে তো বাড়িতে ঘুমাচ্ছিল। ঘুমের মধ্যেই যে এটা ঘটে যাবে ভাবতে পারিনি। থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ গ্রেফতার করেছে। আমি চাই ওর ফাঁসি হোক।

অভিযুক্ত যুবক ওই এলাকারই বাসিন্দা বলে জানা গিয়েছে। বুধবার সকালে খবর ছড়াতেই তুমুল শোরগোল পড়ে এলাকায়। পরিবারের লোক থানায় এলে থানা প্রথমে অভিযোগ নিতে চায়নি বলে দাবি করেছে শিশুটির পরিবার। পরে অবশ্য সক্রিয় হয় পুলিশ (kolkata police)। শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এলাকায় দুঃস্থ বাচ্চাদের পড়ানোর কাজ করে এক স্বেচ্ছাসেবী সংস্থা। সেখানেই পড়াশোনা করে শিশুটি।

–
–

–

–

–

–

–

–

–