Monday, August 25, 2025

‘এপ্রিল ফুল’ নয়, ভারতের উপর শুল্ক ধার্য করার দিন ও হার ঘোষণা ট্রাম্পের

Date:

Share post:

হাসি মুখে ডোনাল্ড ট্রাম্পের সব শর্ত মেনে নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু তারপরেও আমেরিকার বিভিন্ন দ্রব্যের উপর লাগু করা শুল্ক (tariff) বাতিলের পথে হাঁটেনি ভারত সরকার। এতদিন যে আশঙ্কা করা হচ্ছিল, এবার সেই আশঙ্কাকে সত্যি করে ভারতের উপর ভারতেরই হারে শুল্ক চাপানোর ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ২ এপ্রিল থেকে সেই হারে শুল্ক লাগু করা হবে বলে আমেরিকান কংগ্রেসে ঘোষণা ট্রাম্পের।

দ্বিতীয়বার আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরে একের পর এক দেশের উপর শুল্ক লাগু করেছেন ট্রাম্প। কোনও কোনও ক্ষেত্রে ভয় দেখিয়ে খান্ত হয়েছেন। সময়ের ফেরে কানাডা (Canada), চিনের (China) মতো দেশও আমেরিকার উপর পাল্টা শুল্ক চাপানোর খেলায় মেতেছে। ভারতের ক্ষেত্রে বারবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন সামগ্রী, বিশেষত বিভিন্ন যন্ত্রাংশের উপর শুল্কের হার খুব চড়া বলে। কিন্তু তার পাল্টা ভারতের পক্ষ থেকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ থেকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কোনও মন্তব্য করেননি।

এবার আমেরিকান কংগ্রেসে ট্রাম্প দাবি করলেন, বেশ কয়েকটি দেশ যেমন – ইউরোপীয়ান ইউনিয়ন, চিন, কানাডা, ভারত, দক্ষিণ কোরিয়ার মতো দেশ আমাদের উপর কয়েক দশক ধরে চড়া শুল্ক চাপিয়ে এসেছে। ভারতের (India) ক্ষেত্রে সেটা ১০০ শতাংশ। চিন দ্বিগুণ শুল্ক (tariff) চাপায়। আর দক্ষিণ কোরিয়া চারগুণ শুল্ক ধার্য করে। যেখানে আমরা তাদের সামরিক সাহায্য করে থাকি, সেখানে এই চড়া হারে শুল্ক (tariff) চাপানো একেবারেই মেনে নেওয়া যায় না। এখন সময় এসেছে আমেরিকা তার প্রাপ্য বুঝে নেবে। আমেরিকাও একই হারে (reciprocal) শুল্ক চাপাবে এই সব দেশের উপর।

কবে থেকে এই নীতি কার্যকর হচ্ছে। প্রশ্নের উত্তরে রসিকতা করে ট্রাম্পের দাবি, ১ এপ্রিল থেকে লাগু করলে অনেকেই ভাববে আমি এপ্রিল ফুল (April Fool) করছি। তাই ২ এপ্রিল থেকে এই শুল্ক (tariff) লাগু করার কথা ঘোষণা করেন ট্রাম্প (Donald Trump)। ঠিক যেভাবে বিশ্ব অর্থনীতিতে চিনকে চাপে রাখতে ও কানাডাকে অর্থনৈতিকভাবে আমেরিকার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল করে তুলতে শুল্কের খেলা খেলেছিলেন ট্রাম্প, এবার সেই অস্ত্র প্রয়োগ ভারতের জন্য।

spot_img

Related articles

কৃষ্ণনগরে বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে গুলি করে খুন!

বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে (College Student) গুলি (Fire) করে খুন। ঘটনায় তীব্র চাঞ্চল্য কৃষ্ণনগরে। সোমবার, দুপুর...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত আজকের পেট্রোল-ডিজেলের দাম

২৫ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

নুন চুরি! বিজেপি নেতার মদতে কোন্নগরে সক্রিয় নুন চুরি চক্র! তদন্তে পুলিশ

রাজ্যের শাসকদলের বিরুদ্ধে চুরির ‘ভিত্তিহীন’ অভিযোগে সরব হওয়া বিরোধী বিজেপির(BJP) নেতা-নেত্রীরাই চুরিতে অভিযুক্ত। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও...

Gold Silver Price: ফের ঊর্ধ্বমুখি সোনা-রুপোর দাম

সোমবার ২৫ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১০০৫০ ₹    ১০০৫০০ ₹ খুচরো পাকা সোনা   ১০১০০...