Friday, November 7, 2025

গির-প্রচারে মোদি: গুজরাটে দুবছরে ২৮৬ সিংহের মৃত্য়ু, ‘নির্লজ্জ’ কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

না, সংখ্যাটা একেবারেই ভুল নয়। ২০২৩ ও ২০২৪ সালে দেশে মৃত্যু হয়েছে ২৮৬ টি সিংহের। ভারতে এশিয়াটিক লায়নের (Asiatic lion) বাসভূমি একমাত্র গুজরাটেরই পরিসংখ্যান এটা, তা স্পষ্ট করেছেন খোদ মোদি-রাজ্যের বন মন্ত্রী। তাও এমন এক দিনে সেই তথ্য পেশ হয়েছে, যেদিন ঘটা করে বন্যপ্রাণী, বিশেষত সিংহের সঙ্গে ছবি-ভিডিও পোস্ট করছেন। উদ্বোধন করছেন কোটিপতির সন্তানের চিড়িয়াখানা। গোটা পশুপ্রেমটাই যে প্রধানমন্ত্রীর পিআর (PR) আর প্রচারের খেলা তা স্পষ্ট মোদির (Narendra Modi) উদাসিনতাতেই। প্রধানমন্ত্রীর (Prime Minister) এই ঔদাসীন্যকে ‘নির্লজ্জ’ বলে আক্রমণ তৃণমূলের।

গুজরাট (Gujarat) বিধানসভায় কংগ্রেস বিধায়ক শৈলেশ পার্মারের প্রশ্নের উত্তরে বন মন্ত্রী মুলুভাই বেরা যে তথ্য পেশ করেন, তা চমকে যাওয়ার মতো। সেখানে বলা হয় ২০২৩ সালে ১২১ টি সিংহের মৃত্যু হয়েছে। তার মধ্যে শাবকের মৃত্যু হয়েছে ৬৩টি। পূর্ণ বয়স্ক সিংহ মারা গিয়েছে ৫৮ টি। ২০২৪ সালে মোদির (Narendra Modi) দক্ষ প্রতিপালনে সিংহের মৃত্যু কমার বদলে আরও বেড়েছে, জানাচ্ছে পরিসংখ্যান। ২০২৪-এ মারা গিয়েছে ৮৫টি পূর্ণ বয়স্ক সিংহ (lion) ও ৮০ টি শাবক (cub)। পরিসংখ্যানেই স্পষ্ট ২০২৩ থেকে ২০২৪ সালে সিংহের মৃত্যুর হার বেড়েছে ৪৬ শতাংশ। অর্থাৎ মাত্র এক বছরে আগের বছরের থেকে ৪৬ টি সিংহ বেশি মারা গিয়েছে।

বিধানসভায় গুজরাটের বনমন্ত্রীর পেশ করা তথ্যে জানা গিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে সিংহের শাবকগুলিকে বাঁচিয়ে রাখা কঠিন হয়। সিংহ শাবকের (lion cub) জীবনের প্রথম তিন বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সাধারণত সিংহ শাবকের মৃত্যুর হার বেশি হয়। কিন্তু সরকারের হিসাবই বলছে সেই পরিসংখ্যান ও তত্ত্বকে উড়িয়ে দিয়ে ২০২৪ সালে সিংহ শাবকের থেকে বেশি মৃত্যু হয়েছে পূর্ণ বয়স্ক সিংহের। বেশিরভাগ ক্ষেত্রেই মৃত্যুর কারণ অস্বাভাবিক, জানাচ্ছে মন্ত্রীর পরিসংখ্যান। পূর্ণ বয়স্ক সিংহের মৃত্যু অস্বাভাবিক হলেও তা নিয়ে যে মাথা ঘামায়নি ডবল ইঞ্জিন গুজরাট, তাও স্পষ্ট।

তবে শুধু সিংহ নয়। দুবছরে রেকর্ড সংখ্যক চিতাবাঘেরও (leopard) মৃত্যু হয়েছে বলে তথ্য পেশ গুজরাট বনমন্ত্রীর। জানানো হয়, ২০২৩ সালে ৭১ টি শাবকসহ মোট ২২৫ টি চিতাবাঘের মৃত্যু হয়েছে গুজরাটে। আবার ২০২৪ সালে ৬৯ টি শাবকসহ মৃত্যু হয়েছে ২৩১ টি চিতাবাঘের। অর্থাৎ এখানেও সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে চিতাবাঘের মৃত্যুর হার।

এরপরেও দেশের প্রধানমন্ত্রী (Prime Minister) বিশ্ব বন্যপ্রাণ দিবসে গির অরণ্যে গিয়ে শুধু ফটোসেশনে ব্যস্ত। সেখানেই তৃণমূল রাজ্যসভার সাংসদ সাকেত গোখলের কটাক্ষ, দুদিন ধরে প্রধানমন্ত্রী জঙ্গল সাফারি করছেন এবং গুজরাটে এক কোটিপতির কৌশলী ‘অ্যানিম্য়াল রেসকিউ’ সেন্টারের উদ্বোধন করে বেড়াচ্ছেন। এবার মোগি গুজরাটে চিতাও আনার পরিকল্পনা করেছেন। আর ওই একইদিনে গুজরাটের বন মন্ত্রী বিধানসভায় এই তথ্য পেশ করছেন। মোদি নির্লজ্জতার সীমা ছাড়িয়েছেন।

spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...