Monday, November 10, 2025

ট্যাংরা-কাণ্ডে নয়া তথ্য, মেক্সিকোর সংস্থার জন্যই কোটি কোটি টাকার দেনা!

Date:

Share post:

ট্যাংরায় তিনটি খুনের ঘটনায় এবার নতুন চাঞ্চল্যকর তথ্য লালবাজারের তদন্তকারীদের হাতে ৷ দে পরিবারের খুনের নেপথ্যে উঠে এল মেক্সিকোর একটি সংস্থার নাম! এমনটাই দাবি করেছেন ট্যাংরা হত্যাকাণ্ডে ধৃত প্রসূন দে ৷ তিনি অভিযোগ করেছেন, তার সংস্থার তৈরি ৫০ কোটি টাকার চামড়ার গ্লাভসের অর্ডার বেশ কয়েকবার ফেরত পাঠিয়ে দিয়েছে মেক্সিকান সংস্থা ৷ আর তার জেরেই আর্থিক অনটন নেমে আসে তাদের পরিবারে ৷

প্রসূন গোয়েন্দাদের জানিয়েছেন, তার ভাই প্রণয় দে ব্যবসার হিসাব দেখতেন ৷ আর প্রসূনের কাজ ছিল, তাদের সংস্থার তৈরি চামড়ার গ্লাভস কোথায় রফতানি করা হবে, তা ঠিক করা ৷ জেরায় তদন্তকারীরা জানতে পেরেছেন, মেক্সিকোর এক সংস্থাকে গ্লাভস সরবরাহ করত প্রসূনদের সংস্থা ৷ কখনও ১০০ কোটি, কখনও ৬০ বা ৫০ কোটি টাকার গ্লাভস রফতানি করতেন তারা ৷প্রসূন অভিযোগ করেছেন, গতবছর তাদের সংস্থার তৈরি ৫০ কোটি টাকার গ্লাভস ফেরত পাঠিয়ে দেয় মেক্সিকোর সংস্থাটি ৷ এরপর আবারও তারা অর্ডার দেয় ৷ কিন্তু, সেই অর্ডারও ফেরত পাঠিয়ে দেওয়া হয় ৷

প্রসূনের দাবি, তাদের সংস্থার সঙ্গে বারবার প্রতারণা করা হয় ৷ প্রথমবার বলা হয়েছিল, গ্লাভসগুলি ছেঁড়া ৷ দ্বিতীয়বারে বলা হয়, প্রসূন ও প্রণয়ের সংস্থার তৈরি গ্লাভস নিম্নমানের ৷ তাদের তৈরি গ্লাভস কিছুদিন ব্যবহার করার পর নষ্ট হয়ে যাচ্ছে ৷ব্যবসার এই মন্দার জন্য, প্রবল আর্থিক আমচনের মধ্যে পড়ে দে পরিবার। তারপরই খুন করে নিজেরা আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

spot_img

Related articles

উৎসবের পরেই সংক্রমণের উর্ধ্বগতি! রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট, সতর্ক স্বাস্থ্য দফতর

উৎসবের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে ফের মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, শুধু...

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, ভেন্টিলেটর সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা

গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র(Veteran actor Dharmendra)। পরিবার সূত্রে খবর, ভেন্টিলেটর সাপোর্টে...

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম, একনজরে তালিকা

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম (Bangla Dairy)। ৫৬ টাকা থেকে ৬০-এ পৌঁছল বাংলার ডেয়ারি...

শেষরক্ষা হল না: মৃত্যু SIR আতঙ্কে বিষপান করা আশার, চিকিৎসাধীন শিশুকন্যা

শেষরক্ষা হল না। মৃত্যু হল SIR আতঙ্কে বিষপান করা ধনিয়াখালির আশা সোরেনের (Asha Soren)। এখনও হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন...