শেখ শাহজাহানের তিনটি গাড়ি নিলামে তুলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট!

শেখ শাহজাহানের বিরুদ্ধে নতুন একটি মামলা প্রকাশ্যে এসেছে। সম্প্রতি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আদালতে আবেদন জানিয়েছে, সন্দেশখালিতে বাজেয়াপ্ত করা তিনটি এসইউভি গাড়ি নিলাম করার জন্য। এই গাড়িগুলির মূল্য প্রায় এক কোটি টাকা এবং এগুলির উপর তদন্ত চালানোর পর ইডি এগুলিকে বাজেয়াপ্ত করেছে। গাড়িগুলি বর্তমানে সিজিও কমপ্লেক্সে রাখা রয়েছে এবং এগুলির নিলাম প্রক্রিয়া শুরু হতে চলেছে।

জানা গিয়েছে, এই গাড়িগুলির মধ্যে একটি গাড়ি শেখ শাহজাহানের নামে আছে।একটি গাড়ি শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরের নামে এবং তৃতীয় গাড়িটি পাঞ্জাবের একটি সংস্থার নামে নথিবদ্ধ করা আছে। এই গাড়িটি ২০২২ সালের জানুয়ারিতে কেনা হয়েছিল, এবং তার দাম ছিল ২০ থেকে ২৩ লক্ষ টাকা। অন্যদিকে, শেখ আলমগীরের মালিকানাধীন গাড়িটি ২০২৩ সালের ডিসেম্বরে কেনা হয়েছিল, যার দাম ছিল ২৪ থেকে ২৭ লক্ষ টাকা।শুধু গাড়ি নয়, সন্দেশখালির শেখ শাহজাহানের বিপুল সম্পত্তি নিয়েও তদন্ত চলছে। তদন্তকারীরা সন্দেশখালির সরবেড়িয়া নতুন বাজারের একটি গোডাউনে গাড়িগুলি বাজেয়াপ্ত করার পর, তাদের আরও সম্পত্তির খোঁজ পেয়েছেন। এসব সম্পত্তি নিয়ে ইডি আরও তদন্ত চালাচ্ছে।

এরই পাশাপাশি, ২০২৫ সালের জানুয়ারি মাসে নতুন একটি ধর্ষণের অভিযোগও সামনে এসেছে। এটি সন্দেশখালির ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে জানা যাচ্ছে। এমন পরিস্থিতিতে, সন্দেশখালির মানুষ ফের রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে পারে বলে মনে করা হচ্ছে।