Saturday, November 15, 2025

পায়ে ক্রাচ, সেই নিয়ে যশস্বীদের অনুশীলন দ্রাবিড়ের, মুগ্ধ নেটিজেনরা

Date:

Share post:

ভারতীয় দলের দায়িত্ব ছারার পর আইপিএল-এর নতুন দায়িত্ব নিয়েছেন রাহুল দ্রাবিড়। রাজস্থান রয়্যালসের হেড কোচের দায়িত্বে যগ দিয়েছে তিনি। ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রতিটি ফ্রাঞ্চাইজি দল। তবে তার আগে বিপত্তি। স্থানীয় ক্রিকেট লিগের ম্যাচ খেলতে গিয়ে বাঁ পায়ে চোট পান রাহুল দ্রাবিড়। বুধবারই প্রকাশ্যে এসেছিল প্লাস্টার করা পায়ের ছবি। সেই পা নিয়েই রাজস্থান রয়্যালসের অনুশীলনে হাজির হলেন দ্যা ওয়াল। ক্রাচ নিয়ে হাঁটতে দেখা গিয়েছে ভারতের প্রাক্তন কোচকে। যেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

যেই ছবি সামনে আসছে, তাতে দেখা যাচ্ছে, গল্ফ কার্টে করে মাঠে আসার পর ক্র্যাচের সাহায্যে দাঁড়িয়ে তরুণ ওপেনার যশস্বী জসওয়ালকে পরামর্শ দিতে। রাজস্থান রয়‍্যালস তাদের সোশ্যাল মিডিয়ায় দ্রাবিড়ের চোটের খবর জানিয়ে তাঁর এই দায়িত্ববোধের প্রশংসা করেছে। ভিডিওতে দেখা যায়, ক্র্যাচে ভর দিয়েই তিনি তরুণ ক্রিকেটারদের গাইড করছেন। তাঁর এই দায়দ্ধতা দেখে ক্রিকেটপ্রেমীরা মুগ্ধ।

প্রসঙ্গত, কিছুদিন আগেই বেঙ্গালুরুতে একটি ম্যাচ খেলার সময় চোট পান দ্রাবিড়। তিনি এবং তাঁর ছেলে অন্বয় মিলে বিজয়া ক্রিকেট ক্লাব (মালুর)-এর হয়ে ইয়ং লায়ন্স ক্লাব-এর বিপক্ষে একটি ম্যাচে খেলেছিলেন। সেই ম্যাচে দ্রাবিড় ছয় নম্বরে ব্যাট করতে নেমে ৮ বলে ১০ রান করেন এবং অন্বয়ের সঙ্গে ১৭ রানের পার্টনারশিপ গড়েন। ম্যাচ চলাকালীনই তিনি চোট পান এবং তখন থেকেই ক্রাচের সাহায্য নিচ্ছেন।

এই নিয়ে রাজস্থান রয়্যালস সোশ্যাল মিডিয়ায় লেখে, ‘‘আমাদের প্রধান কোচ রাহুল দ্রাবিড় বেঙ্গালুরুতে ক্রিকেট খেলার সময় চোট পেয়েছিলেন। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। বুধবার জয়পুরে দলের প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন।’’

আরও পড়ুন- লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ, বিশেষ প্রস্তুতিতে রোহিত , সঙ্গী এই কোচ

spot_img

Related articles

শনির সকালে বড়বাজারে ভয়াবহ আগুন, এজরা স্ট্রিটে জ্বলছে একের পর এক বিল্ডিং! 

সকালের আলো ভালো করে ফোটার আগেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন থেকে...

বাজেয়াপ্ত করা বিস্ফোরকেই বিস্ফোরণ! জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় আহত অন্তত ৮

দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পাশাপাশি, হরিয়ানা পুলিশ ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police) লাগাতার...

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...