Saturday, August 23, 2025

জল্পনার অবসান, দিল্লি নতুন নেতা অক্ষর, দায়িত্ব পেয়ে কী বললেন তিনি ?

Date:

Share post:

অবশেষে জল্পনার অবসান। অধিনায়ক ঘোষণা করল দিল্লি ক্যাপিটালস। দিল্লির নতুন নায়ক অক্ষর প্যাটেল। প্রথমে দিল্লির অধিনায়ক হিসাবে ভাবা হয়েছিল কে এল রাহুলের নাম। তবে নেতৃত্বের দায়িত্ব নিতে নারাজ হন রাহুল। এরপরই দৌঁড়ে এগিয়ে ছিলেন অক্ক্র। আর সেই মত নেতৃত্বে ভার উঠল ভারতীয় এই অলরাউন্ডারের হাতে। নতু্ন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত অক্ষর।

দিল্লির নেতা হয়ে খুশি অক্ষর। এই নিয়ে তিনি বলেন, ‘‘দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হতে পেরে আমি অত্যন্ত সম্মানিত। আমার উপর আস্থা রাখায় দল কর্তৃপক্ষ এবং সাপোর্ট স্টাফদের প্রতি আমি কৃতজ্ঞ। এই দলের সঙ্গে আমি ক্রিকেটার এবং মানুষ হিসাবে গড়ে উঠেছি। দলকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে আমি প্রস্তুত এবং আত্মবিশ্বাসী। আমাদের কোচ এবং অন্য দায়িত্বপ্রাপ্তেরা মিলে আইপিএলের নিলামে দুর্দান্ত দল তৈরি করেছেন। শক্তিশালী এবং ভারসাম্যযুক্ত দল হয়েছে। নেতৃত্ব দেওয়ার মতো একাধিক ক্রিকেটার দলে থাকায় আমার বেশ সুবিধা হবে। দলের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছি। আশা করি আমাদের সমর্থকদের একটা সফল মরসুম উপহার দিতে পারব।“ ২০১৯ সাল থেকে দিল্লির হয়ে আইপিএল খেলছেন অক্ষর।

অক্ষর দায়িত্ব নেওয়ায় খুশি দলের অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল। তিনি বলেন, ‘‘ক্রিকেটার এবং নেতা হিসাবে অক্ষরকে আমরা কাছ থেকে পরিণত হতে দেখেছি।“

গত বছর দিল্লির অধিনায়ক ছিলেন ঋষভ পন্থ। তবে মেগা নিলামের আগে পন্থকে ছেড়ে দেয় দিল্লি। নিলামে পন্থকে কিনে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস।

আরও পড়ুন- আসন্ন মরশুমে নাইটদের নেতার দায়িত্ব নিয়ে কী বললেন রাহানে?

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...