Sunday, November 9, 2025

গাড়ি পার্কিং নিয়ে বচসা, সেনা আধিকারিক-ছেলেকে বেধড়ক মারধর, সাসপেন্ড ১২ পুলিশ

Date:

Share post:

গাড়ি পার্কিংকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। সেনা আধিকারিক ও তার ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে পুলিশের তিন আধিকারিকের বিরুদ্ধে। ঘটনাস্থল পাঞ্জাবের পাতিয়ালা। মারের চোটে ওই সেনা আধিকারিকের হাত ভেঙেছে। তার ছেলের মাথায় গুরুতর আঘাত লেগেছে। আর গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই কাঠগড়ায় পাঞ্জাব পুলিশ(punjab police)।

জানা গিয়েছে, ১৩ মার্চ ভোরে পাতিয়ালায় ঘটনাটি ঘটেছে। ওই সেনা আধিকারিকের নাম কর্নেল পুষ্পিন্দর বাথ। তিনি দিল্লির সেনা সদর দফতরে কর্মরত। অভিযোগ, ওইদিন পাঞ্জাব পুলিশের তিন ইনস্পেক্টর প্রায় ৪৫ মিনিট ধরে ওই সেনা অফিসার ও তার ছেলেকে মারধর করেন। বর্তমানে দুজনেই পাতিয়ালার রাজেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্তদের দাবি, পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি। অভিযুক্তদের আড়ালের চেষ্টা করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার দিন রাজেন্দ্র হাসপাতালের কাছে রাস্তার ধারে একটি খাবারের দোকানের সামনে গাড়ি থামান ওই সেনা আধিকারিক এবং তার ছেলে। সেই সময় সাদা পোশাকের তিন পুলিশ অফিসার এসে নিজেদের গাড়ি রাখার জন্য তাদের দুজনকে গাড়ি সরাতে বলেন।অভিযোগ, তাতে আপত্তি জানালে সেনা আধিকারিককে(army officer) ঘুষি ও লাথি মারে এক পুলিশ আধিকারিক। বাধা দেওয়ার চেষ্টা করলে তার ছেলেকেও মারধর করা হয়।

সেনা আধিকারিকের ছেলের অভিযোগ, লাঠি, রড এবং বেসবল ব্যাট দিয়ে তাদের মারধর করা হয়েছে। কমপক্ষে ৪৫ মিনিট ধরে মারা হয়। প্রত্যেকেই নেশাগ্রস্ত ছিল। দু’দিন ধরে এফআইআর দায়েরের চেষ্টা করলেও, পুলিশ সাহায্য করেনি।ফোনে হুমকিও দেওয়া হয়েছে। পাচ্ছি। তবে চাপের মুখে পড়ে পুলিশ শেষ পর্যন্ত পদক্ষেপ করেছে। সমালোচনা শুরু হতেই এই ঘটনায় ১২ জন আধিকারিককে সাসপেন্ড করেছে পাতিয়ালা পুলিশ।সিনিয়র পুলিশ অফিসার ড. নানক সিং বলেছেন, ১২ জন পুলিশকে বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ৪৫ দিনের মধ্যে ওই তদন্ত শেষ হবে।

 

spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...